উত্তরপ্রদেশেও উত্তরাখণ্ডের মতো একই পথে হাঁটলো বিজেপি। নির্বাচনে পরাজিত ব্যক্তিকেই মন্ত্রী করলো বিজেপি। শুধু মন্ত্রী নয়, বরং বলা ভালো মুখ্যমন্ত্রীর সহকারী। নির্বাচনে পরাজিত কেশব প্রসাদ মোর্যকে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী করলো বিজেপি।
আগের মতোই এবারও যোগী আদিত্যনাথের দুইজন সহকারি থাকবেন। একজন নির্বাচনে হেরে যাওয়া কেশব প্রসাদ মৌর্য, যিনি আগেও উপ মুখ্যমন্ত্রী ছিলেন এবং অপরজন ব্রজেশ পাঠক। শীর্ষ ব্রাহ্মণ নেতা ব্রজেশ পাঠক যোগী আদিত্যনাথের প্রথম সরকারে আইন মন্ত্রী ছিলেন। ২০১৭ সালে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি।
আজ লখনৌয়ের এখানা স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী সহ সিনিয়র বিজেপি নেতারা উপস্থিত ছিলেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। একাধিক বলিউড স্টাররাও উপস্থিত ছিলেন। প্রায় ৮৫ হাজার দর্শকও উপস্থিত ছিলেন।
যোগী আদিত্যনাথের পাশাপাশি কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়াও ৫২ জন মন্ত্রীও শপথ নিয়েছেন।
উল্লেখ্য, উত্তরাখণ্ডেও নির্বাচনে পরাজিত পুষ্কর সিং ধামীকেই মুখ্যমন্ত্রী করেছে বিজেপি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন