প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ছেলে সুনীল শাস্ত্রী ফের কংগ্রেসে যোগ দিতে চলেছেন। ইতিমধ্যেই তিনি দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরার সঙ্গে দেখা করে এই ইচ্ছা প্রকাশ করেছেন৷
সাক্ষাতের পরে, প্রিয়াঙ্কা গান্ধী শাস্ত্রীর সাথে ছবিটি টুইট করেছেন এবং বলেছেন, "কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের চেয়ে ভাল উপলক্ষ আর কী ছিল। কংগ্রেসের একজন সৈনিক এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ছেলে সুনীল শাস্ত্রীজীর সাথে দেখা করার জন্য, বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য আমরা৷ একসাথে লড়ব এবং জিতব।"
২০১৪ সালে সুনীল শাস্ত্রী বিজেপিতে যোগ দিয়েছিলেন। প্রিয়াঙ্কা গান্ধী বঢরার সঙ্গে তাঁর এই বৈঠক কংগ্রেসে যোগদানের সম্ভাবনা জাগিয়ে তুলেছে। কারণ ললিতেশ পতি ত্রিপাঠীর প্রস্থানের পরে মির্জাপুর বিধানসভা কেন্দ্রের জন্য হেভিওয়েট রাজনৈতিক মুখ খুঁজছে কংগ্রেস।
মির্জাপুরে, কংগ্রেস প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কমলা পতি ত্রিপাঠীর ছেলে ললিতেশ পতি ত্রিপাঠীর নাম প্রার্থী হিসেবে ভেবেছিলো, যিনি ২০২২ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।
শাস্ত্রী দীর্ঘদিন নির্বাচনী রাজনীতির বাইরে থাকলেও লাল বাহাদুর শাস্ত্রীর উত্তরাধিকার ফিরিয়ে আনবেন বলেই রাজনৈতিক মহলের আশা। প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্য পুত্র অনিল শাস্ত্রী কংগ্রেসেই আছেন।
বুধবার উত্তরপ্রদেশের ফিরোজাবাদে একটি মহিলা সমাবেশে ভাষণ দেওয়ার কথা প্রিয়াঙ্কা গান্ধী বঢরার। এই অঞ্চলে সমাজবাদী পার্টি (এসপি) যথেষ্ট শক্তিশালী এবং বারাণসী এবং গোরখপুরে সফল সমাবেশ করার পরে, উত্তরপ্রদেশ কংগ্রেসের ইনচার্জ এই লড়াই এসপির শক্ত ঘাঁটির দিকে নিয়ে যাচ্ছেন।
প্রিয়াঙ্কা গান্ধী বঢরা 'লড়কি হু, লড় শক্তি হু' (আমি একজন মেয়ে এবং লড়াই করতে পারি) প্রচারে ভাষণ দেবেন। ইতিমধ্যেই কংগ্রেসের এই শ্লোগান মহিলা ভোটারদের মধ্যে জনপ্রিয় হয়েছে। কংগ্রেসের ধারণা এই শ্লোগান আসন্ন উত্তর প্রদেশ নির্বাচনে একটি গেম চেঞ্জার হতে পারে।
কংগ্রেস মীরাট এবং ঝাঁসিতে ম্যারাথনের আয়োজন করেছে এবং মঙ্গলবার, লক্ষাধিক মেয়ে 'লড়কি হু, লড়কি হু' থিমে পার্টি দ্বারা আয়োজিত 'মহিলা ম্যারাথনে' অংশ নিয়েছে।
অংশগ্রহণকারীরা "লড়কি হু, লড় শক্তি হু" গানের তালে তালে তালি দিতে দিতে এবং নাচতে নাচতে পথ পরিক্রমা করে। যখন তাদের অভিভাবকরা বাইরে থেকে হাততালি দিয়ে মেয়েদের উৎসাহিত করছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন