বারাণসী কেন্দ্র থেকে লাগাতার তৃতীয়বারের জন্য বিজয়ী হলেন বিজেপি প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস প্রার্থী অজয় রাইকে দেড় লক্ষের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি জয়ী হয়েছেন। এই কেন্দ্রে তৃতীয় হয়েছেন বিএসপি প্রার্থী আথের জামাল লারি।
লাগাতার তৃতীয়বার বারাণসী কেন্দ্র থেকে জয়ী হলেও বিগত দু’বারের তুলনায় এবার নরেন্দ্র মোদীর জয়ের ব্যবধান অনেকটাই কমেছে। এবার বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কেন্দ্র থেকে রেকর্ড ব্যবধানে জয়ী হবেন।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ৩,৭১,৭৮৪ ভোটের ব্যবধানে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী।
২০১৯ সালে এই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হয়েছিলেন ৪,৭৯,৫০৫ ভোটের ব্যবধানে। যদিও সেই ব্যবধান এবার অনেকটাই কমে নেমে এসেছে ১,৫২,৫১৩ ভোটে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুসারে, এবারের নির্বাচনে বিজেপি প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেয়েছেন ৬,১২,৯৭০ ভোট (৫৪.২৪ শতাংশ)। গতবারের তুলনায় তাঁর ভোট কমেছে ৯.৩৮ শতাংশ। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রাই পেয়েছেন ৪,৬০,৪৫৭ ভোট। তৃতীয় স্থানে থাকা বিএসপি প্রার্থী আথের জামাল লারি পেয়েছেন ৩৩,৭৬৬ ভোট। এই কেন্দ্রে নোটায় ভোট পড়েছে ৮,৪৭৮।
২০১৯-এর নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেয়েছিলেন ৬,৭৪,৬৬৪ ভোট (৬৩.৬২ শতাংশ) এবং ২০১৪-র নির্বাচনে তিনি পেয়েছিলেন ৫,৮১,০২২ ভোট (৫৬.৩৭ শতাংশ)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন