২৪ ঘন্টার মধ্যেই বৃদ্ধি পেল সপ্তম দফায় বাংলায় ন’টি আসনের ভোটদানের হারের পরিসংখ্যান। রবিবার সপ্তম দফা ভোটের পরিসংখ্যানে ভোটদানের গড় হার ছিল ৭৩.৭৯ শতাংশ। সোমবার কমিশনের দেওয়া তথ্যে দেখা গেল ভোটদানের গড় হার বেড়ে দাঁড়িয়েছে ৭৬.৮০ শতাংশ।
শনিবার সপ্তম দফায় বাংলার ন’টি কেন্দ্র – বসিরহাট, বারাসাত, দমদম, কলকাতা উত্তর ও দক্ষিণ, ডায়মন্ড হারবার, যাদবপুর, মথুরাপুর এবং জয়নগরে ভোট গ্রহণ হয়। এরপর রবিবার কমিশন জানিয়েছিল এই ৯ কেন্দ্রে ভোটদানের গড় হার ছিল ৭৩.৭৯ শতাংশ। কিন্তু সোমবার সেই হার তিন শতাংশ বৃদ্ধি পেয়ে হল ৭৬.৮০ শতাংশ।
যদিও এই হার আরও বাড়তে পারে। কারণ সোমবার বাংলার দু’টি আসন বারাসাত এবং মথুরাপুরের একটি করে কেন্দ্রে চলছে পুননির্বাচন। ফলে এই সংখ্যাটা চূড়ান্ত নাও হতে পারে বলে মত কমিশনের।
ভোটদানের গড় হার বাড়ার পাশাপাশি সোমবার বৃদ্ধি পেয়েছে প্রতি কেন্দ্রের গড় ভোটদানের হার। রবিবার কমিশন জানিয়েছিল দমদমে মোট ভোটদানের হার ছিল ৭২.৩৭ শতাংশ। সোমবার সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৩.৮১ শতাংশ।
অন্যদিকে, রবিবার বারাসত লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ৭৬.১১ শতাংশ। তবে সোমবার কমিশনের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, ওই কেন্দ্রে ভোটদানের হার বেড়ে হয়েছে ৮০.১৮ শতাংশ। বারাসাতের পাশাপাশি বসিরহাটেও বৃদ্ধি পেয়েছে ভোটের হারের শতাংশ। রবিবার ছিল ৮২.৮১ শতাংশ। সোমবার যা বেড়ে হয়েছে ৮৪.৩১ শতাংশ।
এছাড়া, ভোটদানের হার প্রায় সাড়ে তিন শতাংশ বৃদ্ধি হয়েছে জয়নগরে। সোমবার কমিশন জানিয়েছে এই কেন্দ্রে ভোটদানের হার ৮০.০৮ শতাংশ। মথুরাপুরে রবিবার ভোটদানের হার ছিল ৮০.৭৩ শতাংশ। সোমবার কমিশন জানিয়েছে, ওই কেন্দ্রে ভোট পড়েছে ৮২.০২ শতাংশ।
ভোটদানের হার বেড়েছে ডায়মন্ড হারবারেও। সোমবার কমিশন জানিয়েছে এই কেন্দ্রে ভোট পড়েছে ৮১.০৪ শতাংশ। যাদবপুর এবং কলকাতার দুই কেন্দ্রেও ভোটদানের হার বাড়ল। কমিশন সূত্রে খবর, যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ৭৬.৬৮ শতাংশ। এ ছাড়াও কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণে ভোট পড়েছে যথাক্রমে ৬৩.৫৯ শতাংশ এবং ৬৬.৯৫ শতাংশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন