টিপু সুলতানের সেনা ঘাঁটি শহরের নাম বদলানোর দাবি তুললেন কেরালার বিজেপির সভাপতি তথা ওয়াইনাড লোকসভা কেন্দ্রের প্রার্থী কে সুরেন্দ্রন। তাঁর মন্তব্য, ‘‘উনি ওয়েইনাডের লক্ষ লক্ষ হিন্দুকে জোর করে ধর্মান্তরিত করেছিলেন।’’ লোকসভা নির্বাচনের আগে এমন মন্তব্য ফের বিজেপির ধর্মীয় রাজনীতি কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার ভোট প্রচারে গিয়ে সুরেন্দ্রন বলেন, “সুলতান বাথেরির নাম পরিবর্তন অনিবার্য। সুলতান বাথেরি নামটি টিপু সুলতানের আক্রমণের অংশ হিসেবে আবির্ভূত হয়।“ এরপরেই বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “কংগ্রেস এবং সিপিআইএম চায় যে জায়গাটি একজন অপরাধীর নামে পরিচিত হোক।”
সুরেন্দ্রনের দাবি, “সুলতান বাথেরির নাম পরিবর্তন করে গণপতিভট্টম রাখা উচিত। এটা টিপু সুলতানের দেশ নয় যিনি হিন্দু ও খ্রিস্টানদের গণহত্যা করেছিলেন। ওয়েনাড়ের লক্ষ লক্ষ হিন্দুকে জোর করে ধর্মান্তরিত করেছিলেন।”
উল্লেখ্য, সুলতান বাথেরি হল ওয়েনাড়ের তিনটি পৌর শহরের মধ্যে একটি। যা একসময় গণপতিভাট্টম নামে পরিচিত ছিল। ১৭০০ সালের দ্বিতীয়ার্ধে টিপু সুলতান মালাবার অঞ্চলে আক্রমণ করার পরে শহরটির নাম হয় সুলতান বাথেরি।
সেই সময় মহীশূরের সুলতান টিপু ব্রিটিশদের বিরুদ্ধে লড়ার জন্য ওই এলাকায় তাঁর গোলন্দাজ বাহিনীর একটি ঘাঁটি তৈরি করেছিলেন। ব্রিটিশরা তাই জায়গাটির নাম দিয়েছিল ‘সুলতানস ব্যাটারি’। পরবর্তী কালে যা স্থানীয় ভাষায় ‘সুলতান বাথেরি’ নামে পরিচিত পেয়েছিল। উল্লেখ্য, কামান ও বারুদ রাখার এই জায়গাগুলিকে সামরিক ভাষায় ‘ব্যাটারি’ বলে হয়।
যদিও এই ঘটনার পাল্টা সমালোচনা করেছে কংগ্রেস। কেরালা কংগ্রেসের সহ-সভাপতি এবং ওয়েনাড়ের কালপেট্টার বিধায়ক টি সিদ্দিক বলেছেন, “সুরেন্দ্রন যা খুশি বলতে পারেন। কারণ উনি ওয়ানাড়ের আসন থেকে এবার জিতছেন না। এটা শুধু দৃষ্টি আকর্ষণের জন্য।“
সুরেন্দ্রন বর্তমানে কেরল বিজেপির সভাপতি এবং ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী। তিনি কংগ্রেসের রাহুল গান্ধী এবং সিপিআই-এর অ্যানি রাজার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেরালার ২০ টি আসনে ২৬ এপ্রিল একদফায় লোকসভা নির্বাচন হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন