আরও একবার রাজ্য বিজেপির ঘরে ভাঙন ধরতে চলেছে। গত কয়েকদিন থেকেই জল্পনা ছিলোই। সম্ভবত সেই জল্পনা সত্যি করে আজই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।
গত বিধানসভা নির্বাচনের আগে দলবদল করে নিজের কেন্দ্র ডোমজুড় থেকেই বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন। যদিও পরাজিত হবার পরেও স্থানীয় স্তরে কিংবা রাজনৈতিক মহলে তাঁর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি।
উল্লেখ্য, দলত্যাগের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে ইঙ্গিত করেছিলেন রাজীব। তাঁর অভিযোগ ছিলো তিনি দলে থেকে কাজ করতে পারছেন না। বিজেপির পক্ষ থেকে ওই সময় তাঁকে চাটারড বিমানে করে দিল্লিতে উড়িয়ে নিয়ে গিয়ে দলবদল করানো হয়। যদিও বিজেপির পক্ষে নির্বাচনে দাঁড়ালেও কোনো সময়েই বিজেপিতে স্বচ্ছন্দ ছিলেন না রাজীব বলেই রাজনৈতিক মহলের অভিমত। নির্বাচন পরবর্তী সময়ে বিজেপির একাধিক বৈঠকে তিনি হাজিরা দেননি। তখন থেকেই গুঞ্জন উঠেছিলো দলবদল করতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
সূত্র অনুসারে, আজ আগরতলায় তৃণমূলের সভার আগেই সেখানে পৌঁছে গেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সম্ভবত এদিনের সভা থেকেই বিজেপি ছেড়ে নিজের পুরোনো দলে ফিরতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে অনুসারে, দলের অন্দরে কোনো কোনো মহলে রাজীবকে নিয়ে আপত্তি আছে। তাই তৃণমূলে ফেরার পর রাজ্যের বাইরে অন্য রাজ্যে তাঁকে বিশেষ কোনো দায়িত্ব দেওয়া হতে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন