‘পাগল নাকি আমরা যে NDA-তে যোগ দিতে যাবো!’ মোদীর দাবিকে তীব্র কটাক্ষ কেসিআর-পুত্রের

People's Reporter: কেটিআর বলেন, “কে আছে এনডিএ-এর সঙ্গে? শুধুমাত্র সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI), এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) আর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট (IT) ছাড়া আর কে আছে?”
চন্দ্রশেখর রাওয়ের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
চন্দ্রশেখর রাওয়ের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীফাইল ছবি
Published on

তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী কেসিআর-এর ভারত রাষ্ট্র সমিতি (BRS) বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA)-তে যোগ দিতে চায় বলে মঙ্গলবার রাজ্যের নির্বাচনী প্রচারে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই দাবির কয়েকঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ করে কেসিআর-এর ছেলে কে.টি রামা রাও জানান, “আমাদের কি পাগলা কুকুরে কামড়েছে যে আমরা এনডিএ-তে যোগ দেব?”

মধ্যপ্রদেশ, রাজস্থানের পাশাপাশি তেলেঙ্গানার দুয়ারেও কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। চন্দ্রশেখর রাওয়ের নেতৃত্বাধীন বিআরএস সরকারের পতন ঘটিয়ে সরকার গড়তে উঠেপড়ে লেগেছে বিজেপি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী লাগাতার সভা-সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচার সারছেন। মঙ্গলবার তেলেঙ্গানার নিজামাবাদের সমাবেশ থেকে প্রধানমন্ত্রী মোদী দাবি করেন, কে চন্দ্রশেখর রাও ২০২০ সালের পুরসভা নির্বাচনের পর থেকে এনডিএ-তে যোগ দেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করেছেন। কিন্তু তিনি বিআরএস-কে এনডিএ জোটে শামিল হতে দেননি। প্রধানমন্ত্রীর এই দাবির কয়েকঘণ্টার মধ্যেই অবশ্য মোদীকে পাল্টা জবাব ছুঁড়ে দিলেন চন্দ্রশেখর-পুত্র তথা রাজ্যের মন্ত্রী রামা রাও।

এদিন বিআরএস নেতা তথা দলের কার্যনির্বাহী সভাপতি কেটিআর জানান, “প্রধানমন্ত্রীর কথা খুবই অসঙ্গত। একবার তিনি বলছেন, কর্ণাটকে কংগ্রেসকে নির্বাচনের জন্য টাকা দিয়েছে বিআরএস। তারপর উনি বলছেন, তিনিই নাকি আমাদের এনডিএ জোটে যোগ দেওয়ার অনুমতি দেননি। আমাদের কি পাগলা কুকুরে কামড়েছে যে আমরা এনডিএ জোটে যোগ দিতে যাবো!”

মোদীর উদ্দেশ্যে কেসিআর পুত্র আরও জানান, “সব দলই তো আপনার জোট ছেড়ে বেরিয়ে আসছে। শিবসেনা ছেড়ে দিয়েছে, জনতা দল (ইউনাইটেড) ছেড়ে দিয়েছে, এমনকি তেলেগু দেশম পার্টি আর শিরমানি আকালি দলও এনডিএ ছেড়ে দিয়েছে।”

শাসকগোষ্ঠীকে আক্রমণ করে কেটিআর বলেন, “কে আছে বলুন তো আপনাদের সঙ্গে? শুধুমাত্র সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI), এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) আর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট (IT) ছাড়া এনডিএ-এর সঙ্গে আর কে আছে?”

প্রসঙ্গত, মঙ্গলবার প্রধানমন্ত্রী দাবি করেন, “চন্দ্রশেখর রাও একাধিকবার এনডিএ জোটে যোগ দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেইসব চেষ্টা বাতিল করে দিয়েছি। আমি তাকে বলেছি, ‘আমি তেলেঙ্গানার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারব না। তারপরেই ওঁর (কেসিআর) মন খারাপ হয়ে যায়।”

চন্দ্রশেখর রাওয়ের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
NewsClick: দিল্লি দাঙ্গা, কৃষক আন্দোলন নিয়ে লিখেছেন? কংগ্রেস ভাল? সাংবাদিকদের প্রশ্ন পুলিশের
চন্দ্রশেখর রাওয়ের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব অভিষেককে, সমন রুজিরাকেও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in