তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল সিপিআইএম। মঙ্গলবার সিপিআইএম-এর পক্ষ থেকে কমিশনের কাছে এক চিঠি লিখে তৃণমূলের এক বিজ্ঞাপনের প্রতিবাদ জানিয়েছেন সিপিআইএম নেতা শমীক লাহিড়ী। কীভাবে এই বিজ্ঞাপন দেওয়া হল তা নিয়েও প্রশ্ন তুলেছে সিপিআইএম। কারণ নির্বাচন ঘোষিত হয়ে যাবার পর প্রতিটি বিজ্ঞাপন প্রকাশ করার আগে কমিশনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে সিপিআইএম।
রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা ওই চিঠিতে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
সিপিআইএম-এর পক্ষ থেকে তৃণমূলের যে বিজ্ঞাপনের প্রতিবাদ করা হয়েছে সেই বিজ্ঞাপনে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন - আগামী ছ'মাসের মধ্যে সাধারণ মানুষের বাড়ির টাকার ব্যবস্থা করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বিজ্ঞাপনে তিনি আরও জানিয়েছেন প্রথম ইন্সটলমেন্ট যাতে ৩১ ডিসেম্বরের মধ্যে চলে যায় সেই ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন।
এই প্রতিশ্রুতির বিরুদ্ধে আপত্তি জানিয়ে সিপিআইএম কমিশনের কাছে বিজ্ঞাপনের অডিও জমা দিয়েছে। এই বিজ্ঞাপনের মাধ্যমে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছে তৃণমূল বলে অভিযোগ সিপিআইএম-এর।
অবিলম্বে এই বিজ্ঞাপনের বিষয়ে কমিশনকে ব্যবস্থা নেবার আবেদন জানিয়েছে সিপিআইএম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন