Lok Sabha Polls 24: ১৫০ আসনের মধ্যেই থামবে বিজেপির দৌড়! অখিলেশকে পাশে নিয়ে চ্যালেঞ্জ রাহুলের

People's Reporter: রাহুল বলেন, আমরা প্রতিটি রাজ্যে থেকে রিপোর্ট পাচ্ছি যে ক্রমশ ইন্ডিয়া মঞ্চ উন্নতি করছে। আমাদের মধ্যে বোঝাপড়া আরও বাড়ছে।
সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব
সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবছবি - রাহুল গান্ধীর ফেসবুক পেজ
Published on

অখিলেশকে পাশে নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি কটা আসন পেতে চলেছে তাও ভবিষ্যদ্বাণী করলেন কংগ্রেসের বিদায়ী সাংসদ। তাঁর কথায় ১৫০ আসনের মধ্যেই বিজেপিকে থামিয়ে দেবে ইন্ডিয়া মঞ্চ।

১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের প্রথম দফা। এবারের নির্বাচনে ৪০০ আসনের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে এনডিএ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক সাংবাদিক সম্মেলনে এনডিএ-র এই লক্ষ্যকে অলীক স্বপ্ন বললেন রাহুল গান্ধী। ইন্ডিয়া মঞ্চের শরিক সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, "আমরা প্রতিটি রাজ্য থেকে রিপোর্ট পাচ্ছি যে ক্রমশ ইন্ডিয়া মঞ্চ উন্নতি করছে। আমাদের মধ্যে বোঝাপড়া আরও বাড়ছে। মানুষের ইন্ডিয়া মঞ্চের প্রতি আস্থা বাড়ছে। আর যা মনে হচ্ছে তাতে বিজেপির আসন সংখ্যা ১৫০-র মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাবে।"

তিনি আরও বলেন, এই নির্বাচন আদর্শের নির্বাচন। একদিকে আরএসএস এবং বিজেপি যারা সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থাকে শেষ করে দিতে চাইছে। অন্যদিকে রয়েছে ইন্ডিয়া মঞ্চ এবং কংগ্রেস যারা গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই সমস্ত রাজ্যেই আলোচনার মাধ্যমে আসন ভাগাভাগি করছি। আমরা কিছুটা নমনীয়তা দেখাতে চাই। তার মানে এই নয় যে কংগ্রেস দুর্বল।"

দেশে ক্রমবর্ধমান বেকারত্ব ও মুদ্রাস্ফীতি নিয়েও সুর চড়িয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেন, "গত ১০ বছরে নোটবন্দি, ভুল জিএসটি করে বহু মানুষের রোজগার বন্ধ করে দিয়েছে এই সরকার। মানুষের কাছে এই বিষয়গুলি তুলে ধরছি আমরা। দেশে ৩০ লক্ষ শূন্যপদ এই সরকার পূরণ করছে না। আমরা ক্ষমতায় এলে তা পূরণ করব।" 

উত্তরপ্রদেশে কংগ্রেস ৮০টি আসনের মধ্যে ১৭টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাকি আসন সমাজবাদী পার্টি এবং তার সহযোগী দলগুলিকে ছেড়ে দেওয়া হয়েছে। ১৯ এপ্রিল উত্তরপ্রদেশের আটটি আসনে নির্বাচন হবে।

সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব
Lok Sabha Polls 24: 'তোলাবাজির নতুন কৌশল' - নির্বাচনী বন্ড দুর্নীতি নিয়ে মোদীকে তুলোধনা রাহুলের
সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব
Supreme Court: ব্যালট পেপারে ভোট করানো নিয়ে অনীহা সুপ্রিম কোর্টের, ঝুলে রইলো VVPAT গণনার বিষয়ও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in