নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বিতণ্ডা বাড়ছে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মধ্যে। প্রবীণ সিপিআইএম নেতাকে উদ্দেশ্য করে গত শুক্রবার মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। গতকাল যার উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই।
গতকাল কোঝিকোড়ে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে সিপিআইএম নেতা পিনারাই বিজয়ন বলেন, অনেকেই ভেবেছিলেন, ভারত জোড়ো যাত্রার পর রাহুল গান্ধীর মধ্যে পরিবর্তন আসবে। যদিও সেরকম কিছুই হয়নি। দয়া করে আমাদের অশোক চবনের মত মনে করবেন না। যিনি ‘তদন্ত’ অথবা ‘জেল’-এর কথা শুনেই ভীত হয়েছিলেন। উল্লেখ্য, সম্প্রতি কংগ্রেস নেতা অশোক চবন দলের সঙ্গে সম্পর্ক ছেদ করে বিজেপিতে যোগ দিয়েছেন।
রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে পিনারাই আরও বলেন, আপনি মনে রাখবেন, আপনার ঠাকুমা, যিনি জরুরি অবস্থা জারি করে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করেছিলেন এবং সেইসময় আমাদের জেলে পাঠিয়েছিলেন। তাই জেল-এর হুমকিতে আমরা ভয় পাইনা।
শুক্রবার কেরালায় একাধিক নির্বাচনী প্রচারে অংশ নিয়ে রাহুল গান্ধী রাজ্যের মুখ্যমন্ত্রী ও সিপিআইএম নেতা পিনারাই বিজয়নকে উদ্দেশ্য করে বলেন, এই ঘটনা খুবই আশ্চর্যের এবং বিস্ময়ের জে, দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী ও একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলে বন্দী আছেন। যদিও কেরালার মুখ্যমন্ত্রীকে এখনও জিজ্ঞাসাবাদের জন্য পর্যন্ত ডাকা হয়নি।
এর উত্তর দিতে গিয়ে পিনারাই বলেন, রাহুল গান্ধী ওয়াইনাড বা ভারত জোড়ো যাত্রার সময় কখনও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ নিয়ে কোনও কথা বলেননি। তিনি আরও বলেন, রাহুল গান্ধী কেন সিএএ নিয়ে কথা বলেন না। কেন সংঘ পরিবারের চিন্তাভাবনার সঙ্গে রাহুল গান্ধীর এত মিল?
কেরালায় মোট লোকসভা আসনের সংখ্যা ২০টি এবং আগামী ২৬ এপ্রিল এই কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। ভোটের ফলাফল বেরোবে ৪ জুন। এই রাজ্যের ভোটের লড়াইতে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এবং সিপিআইএম নেতৃত্বাধীন এল ডি এফ। দেশের বিভিন্ন রাজ্যে ইন্ডিয়া মঞ্চের শরিক হিসেবে বাম কংগ্রেস আসন সমঝোতা করলেও কেরালায় এই দুই রাজনৈতিক দল আসন্ন নির্বাচনে মুখোমুখি লড়াইতে নেমেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন