মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের মাস দেড়েক আগে খুন হন প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি। ভোটের মুখে দল বদল করে এনসিপি (অজিত পাওয়ার)-তে যোগ দেন পুত্র জিশান সিদ্দিকি। প্রার্থীও হন। কিন্তু বাবার মৃত্যুর সহানুভূতি কাজ করল না। মহারাষ্ট্রের বান্দ্রা পূর্ব আসনে পরাজিত হলেন জিশান সিদ্দিকি। ওই আসনে জয়ী হয়েছেন উদ্ধব ঠাকরের ভাগ্নে বরুণ সরদেশাই।
বান্দ্রার ওই এলাকায় বাস উদ্ধব ঠাকরের। ২০১৯ সালে কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়ে উদ্ধবের হাত থেকে তাঁর কেন্দ্র ছিনিয়ে নিয়েছিলেন জিশান। এ বার সেই কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে উদ্ধব। বোনপো বরুণকে দাঁড় করিয়ে সেই ঘর আবার ফিরিয়ে আনলেন উদ্ধব ঠাকরে।
এ বার মহারাষ্ট্র নির্বাচনে কংগ্রেস এবং এনসিপি (শরদ পাওয়ার) –এর সঙ্গে জোট বেঁধেছে উদ্ধব ঠাকরের শিবসেনা। বান্দ্রা পূর্ব কেন্দ্রটি ছেড়ে দেওয়া হয় উদ্ধবকে। ফলে এক প্রকার ঠিক ছিল এবার আর টিকিট পাবেন না জিশান। তার পরেই দল বদল করে এনসিপি (অজিত পাওয়ার) –এ যোগ দেন জিশান। বান্দ্রা পূর্ব কেন্দ্র থেকে প্রার্থীও হন তিনি। কিন্তু তাতেও জিততে পারলেন না জিশান। উল্লেখ্য, গত ১২ অক্টোবর বান্দ্রায় ছেলে জিশানের দফতের সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বাবা সিদ্দিকির। মনে করা হচ্ছে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের দলের হাত রয়েছে এই খুনের নেপথ্যে।
নির্বাচন কমিশনের তথ্য বলছে, বান্দ্রা পূর্বে ১৯ রাউন্ডে গণনা হয়েছে। বরুণ পেয়েছেন ৫৭ হাজার ৭০৮টি ভোট। আর ৪৬ হাজার ৩৪৩টি ভোট পেয়ে জিশান দ্বিতীয় স্থানে রয়েছেন। ১১ হাজারের বেশি ভোটে তিনি পরাজিত হয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন