আগুনে পুড়ে ভস্মীভূত দার্জিলিং সংলগ্ন ১০৪ বছর পুরানো সিংটাম বাংলো। রবিবার রাতে সিংটাম ম্যানেজারের বাংলোতে আগুন লাগে। প্রাথমিক ভাবে শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে।
জানা গেছে, রবিবার রাতে সিংটাম চা বাগানের ম্যানেজারের কাঠের বাংলোতে আগুন লাগে। ধোঁয়ার কারণে গোটা এলাকা ঢেকে যায়। আতঙ্ক ছড়ায় এলাকায়। যদিও রবিবার রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে খবর। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বাংলোও আগুন লেগে ভস্মীভূত হয়ে যায়। বারবার এমন আগুন লাগায় প্রশ্ন উঠতে শুরু করেছে।
এর আগে গত জুনে জলদাপাড়া অভয়ারণ্যে ঐতিহ্যবাহী হলং বাংলোয় আগুন লাগে। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় সেটি। এই অগ্নিকান্ডের পিছনে ইঁদুর দৌরাত্ম্যের জেরে শর্ট সার্কিট বলে দাবি করেছিলেন স্থানীয় বনকর্তারা। চার সপ্তাহ পর রিপোর্টে জানানো হয়েছিল, বাংলোটি আদ্যন্ত কাঠের তৈরি। কাঠের দু’টি স্তরের মধ্যে যে ফাঁক, সেখানে ইঁদুরের বসবাস ছিল। বহু বার চেষ্টা সত্ত্বেও তাদের সেখান থেকে নির্মূল করা যায়নি। অনুমান, ইঁদুর বিদ্যুতের তার কেটে দেওয়ায় সেখান থেকেই বিপত্তি ঘটেছিল। শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়েছিল। দেশ-বিদেশের বহু পর্যটকের অত্যন্ত পছন্দের জায়গা ছিল হলং বাংলো। এছাড়া চলতি বছর আগুন লাগে দার্জিলিংয়ের ‘ন্যাশনাল রিসার্চ ফর অর্কিড’-এর বাংলোয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন