আজ তক সাহিত্য জাগৃতি উদয়মান প্রতিভা সম্মান (Aaj Tak Sahitya Jagriti Udyman Pratibha Samman) প্রত্যাখ্যান করলেন আদিবাসী কবি এবং সমাজকর্মী জ্যাসিন্তা কেরকেটা। মণিপুরে ২০০ দিনেরও বেশি সময় ধরে চলা জাতিগত হিংসা ইস্যুতে মেইনস্ট্রিম মিডিয়ার নীরবতার প্রতিবাদ হিসেবে এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন তিনি।
পুরস্কার প্রত্যাখ্যান করে নিজের সোশ্যাল মিডিয়ায় কেরকেটা জানিয়েছেন, “গোটা দেশজুড়ে যখন আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে, যখন মণিপুরে আদিবাসীরা দিনের পর দিন কষ্ট পাচ্ছে, যখন আদিবাসীদের জীবনের গৌরব ধ্বংস করা হচ্ছে – তখন লেখক বা কবিদের কোনও পুরস্কার কি শিহরিত করতে পারে আর?”
হিন্দি ভাষায় লেখা তাঁর কবিতা সংকলন ‘ঈশ্বর অউর বাজার’ (Ishwar aur Bazar) নামক বইয়ের জন্য আজ তক সাহিত্য জাগৃতি উদয়মান প্রতিভা সম্মান পেতে চলেছেন তিনি। বইটিতে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আদিবাসী প্রান্তিক মানুষদের বেঁচে থাকতে কিভাবে লড়াই করতে হয় তার উল্লেখ রয়েছে। উল্লেখ্য, আঞ্চলিক সাহিত্যে উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য ইন্ডিয়া টুডে গ্রুপ কর্তৃক এই পুরস্কার দেওয়া হয়।
ঝাড়খণ্ডে জন্মগ্রহণকারী ওরাওঁ সম্প্রদায়ের এই কবি নিজের কবিতার মাধ্যমে বরাবরই আদিবাসীদের জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরেছেন। প্রকৃতি-পূজাকারী আদিবাসীদের তথাকথিত সভ্য মানুষরা কেন ‘অসভ্য’ বলেন, নিজের কবিতার মাধ্যমে তা নিয়ে প্রশ্ন তোলেন কেরকেটা।
২০২২ সালে ফোর্বস দ্বারা ঘোষিত ভারতের ২২ জন স্ব-প্রতিষ্ঠিত মহিলার নামের তালিকায় জায়গা পেয়েছিলেন জ্যাসিন্তা কেরকেটা। এছাড়াও বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছেন তিনি।
নিজের পুরস্কার প্রত্যাখ্যান প্রসঙ্গে আউটলুক মিডিয়াকে কবি জানিয়েছেন, “মূলধারার মিডিয়ার প্রচুর ক্ষমতা আছে। কিন্তু ক্ষমতাশালীর বিরুদ্ধে দাঁড়ানোর নৈতিকতা এবং সাহস হারিয়ে ফেলেছে তারা। তারা এখনও আদিবাসীদের অসভ্য ও উন্নয়নবিরোধী বলে মনে করে। এইসব মিডিয়া সংগঠনে ট্রাইবাল কর্মচারী নেই বললেই হয়। সম্ভবত এই কারণেই তারা আদিবাসীদের দাবিকে সমর্থন করতে পারছে না।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন