Sunil Gangopadhyay: বাংলাদেশে সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটে জবরদখল, পাঠাগার ভেঙে বানানো হল গুদাম

People's Reporter: প্রথম আলো সূত্রে খবর, মাদারীপুরের জেলার ডাসার উপজেলায় সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটেতে ভাঙচুর করে বিএনপির স্থানীয় এক নেতা চালের গুদাম বানিয়েছেন।
সুনীল গঙ্গোপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায় ছবি - সংগৃহীত
Published on

কয়েক মাস আগেই সরকার বদল হয়েছে বাংলাদেশে। এখনও অস্থিরতা পুরোপুরি কাটেনি। এই আবহেই এবার প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটে দখল করার অভিযোগ উঠল। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, মাদারীপুর জেলার ডাসার উপজেলায় সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটে জবর দখল করে বিএনপির স্থানীয় এক নেতা চালের গুদাম বানিয়েছেন।

প্রথম আলো সূত্রে খবর, ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া মৌজায় প্রয়াত সাহিত্যিকের ৭ একর ১৫ শতক পৈতৃক জমি রয়েছে। এসব জমির মধ্যে ২ একর ৯৭ শতক জমি সরকারের খাসজমি হিসেবে রেকর্ড। সেই জমির একাংশে একটি পুরানো বাড়িতে কয়েক বছর আগে গঠন করা হয়েছিল সুনীল স্মৃতি পাঠাগার।

জানা যাচ্ছে, গত শনিবার দুপুরে বিএনপি নেতা সোহেল হাওলাদার এবং তাঁর সঙ্গীরা তালা ভেঙে ঢুকে সেই পাঠাগারে প্রবেশ করেন। এরপর সেই পাঠাগার ভেঙে তছনছ করে দেন। নষ্ট করে দেওয়া হয় সুনীল গঙ্গোপাধ্যায়ের ব্যবহৃত সরঞ্জাম, বই। পাঠাগারের আসবাব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি-সহ একাধিক ছবি ভাঙচুরও করা হয়। বাড়ির সামনে জেলা প্রশাসক কর্তৃক লাগানো একটি সাইনবোর্ডও ভেঙে সরিয়ে ফেলা হয়।

প্রথম আলো সূত্রে আরও খবর, এরপর ওই ঘরে প্রায় এক ট্রাক চাল রেখে নতুন তালা ঝুলিয়ে দেন। বর্তমানে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদ শূন্য রয়েছে। এ বিষয়ে কালকিনির ইউএনও উত্তম কুমার দাশ জানিয়েছেন, ওই জবরদখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in