প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বইয়ের সম্ভার তুলে দেওয়া হল সিপিআইএমের হাতে। দল সূত্রে জানা গেছে, সেই কয়েক হাজার বই রাখা হবে রাজ্য সিপিআইএমের দফতর এবং মুখপত্র 'গণশক্তি'র দফতরের পাঠাগারে।
সোমবার মহাজাতি সদনে মুজফফ্র আহমেদের জন্মদিবস উদযাপন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ত্রী স্বাতী গঙ্গোপাধ্যায়। সেখানে সাহিত্যিকের সংগ্রহে থাকা যাবতীয় বইয়ের সম্ভার আনুষ্ঠানিক ভাবে সিপিআইএমকে হস্তান্তর করেন স্বাতী।
সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের হাতে বইয়ের সম্ভার তুলে দেওয়ার পর স্বাতী জানান, ‘‘সুনীলের এত দিনের জমিয়ে তোলা গ্রন্থসম্ভার আজ তুলে দেওয়া হচ্ছে সিপিআইএমের মুখপত্রের পাঠাগারের হাতে। আমারও খুব ভাল লাগছে একটি চালু পাঠাগারে এই বইগুলি যাবে এবং সেগুলির সদ্ব্যবহার হবে।’’
স্বাতী আরও বলেন, ‘‘আমি মুজফফ্র আহমেদের বিষয়ে বিশেষ কিছু জানতাম না। তবে আমার স্বামী এবং তাঁর বন্ধুদের থেকে ওঁর বিষয়ে অনেক কিছু জেনেছি। মুজফফ্র আহমেদের মতো ব্যক্তির আজ বড়ই অভাব। প্রকৃত অর্থে নেতা বলে ডাকতে পারি, এমন মানুষ এখন চোখেই পড়ে না।’’
এই বিষয়ে সেলিম বলেন, ‘‘সুনীল গঙ্গোপাধ্যায়ের সংগ্রহে কয়েক হাজার বইয়ের সম্ভার রয়েছে। সেগুলি গোছগাছ করে, তালিকা করে আনতে একটু সময় লাগবে।’’ উল্লেখ্য, ভারতে কমিউনিস্ট পার্টি গড়ে ওঠার পিছনে অন্যতম কারিগর ছিলেন মুজফফ্র। যিনি ‘কাকাবাবু’ বলেই পরিচিত। ১৯৬৪ সালে পার্টি ভাগ হওয়ার পর সিপিআইএমে যোগ দিয়েছিলেন। ১৯৭৩ সালে তাঁর প্রয়াণ হয়। এই বছর তাঁর প্রয়াণের ৫০তম বার্ষিকী।
সিপিআইএমের রাজ্য দফতর এবং মুখপত্র দফতরে যে দুটি পাঠাগার রয়েছে তা কাকাবাবুর নামেই নামাঙ্কিত। দল সূত্রে জানা গেছে, ওই দুই পাঠাগারেই রাখা হবে বইগুলি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন