প্রাণনাশের চেষ্টা করেও রোখা গেল না কলমের জোরকে। ছুরিকাঘাতের চার মাস পর নতুন উপন্যাস 'ভিক্টরি সিটি'-এর একটি অংশ প্রকাশ করলেন বিশ্ববিখ্যাত সাহিত্যিক সালমান রুশদি। দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনে 'এ স্যাকফুল অফ সিডস' শিরোনামের অংশটি প্রকাশিত হয়েছে। রুশদি নিজের টুইটারে এই অংশের লিঙ্কটি শেয়ার করেছেন। ছুরিকাঘাতের ঘটনার পর এই প্রথম রুশদি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলেন।
আগামী বছরের ফেব্রুয়ারী মাসের প্রথম দিকে পেঙ্গুইন র্যান্ডম হাউস থেকে রুশদির উপন্যাস প্রকাশিত হওয়ার কথা রয়েছে। বইটির সম্পর্কে প্রকাশক বলেছেন, "এখানে একজন মহিলার মহাকাব্যিক কাহিনী বর্ণনা করা হয়েছে।"
চার মাস আগে গত ১১ই আগস্ট ওয়েস্টার্ন নিউ ইয়র্কের শিটাকুয়া ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে আচমকাই আক্রমণের মুখে পড়েন তিনি। এক আততায়ীর ছুরির আঘাতে স্টেজেই তিনি অচৈতন্য হয়ে পড়েন। গুরুতর সংকটজনক অবস্থায় তাঁকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
তাঁর ঘাড়ে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ঘটনার পরেই সালমান রুশদিকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় স্থানীয় এরি হাসপাতালে। যেখানে বেশ কয়েকঘণ্টা ধরে তাঁর সার্জারি করা হয়। ছুরির আঘাতে তাঁর হাতের নার্ভ ক্ষতিগ্রস্ত হয় এবং তাঁর লিভার গুরুতর জখম হয়।
অস্ত্রোপচার করা হলেও এক চোখের দৃষ্টি হারান লেখক সালমান রুশদি। এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে সমগ্র সাহিত্যজগতে। কেউ কেউ এই ঘটনাকে ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ বলে জানান।
এই ঘটনায় হাদি মাতার নামক ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক স্টেট পুলিশ। জানা গেছে আততায়ী হাদি নিউ জার্সির বাসিন্দা। উপস্থিত দর্শকদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় পাঁচ জন ব্যক্তি আততায়ীকে আটকানোর চেষ্টা করলেও তিনি একের পর এক আঘাত করেই যাচ্ছিলেন। তাঁকে থামানো যাচ্ছিল না।
উল্লেখ্য, বিতর্কিত লেখক রুশদি 'দ্য স্যাটানিক ভার্সেস' লেখার পর থেকেই বছরের পর বছর ধরে বিভিন্ন ভাবে মৃত্যুর হুমকির সম্মুখীন হয়েছিলেন। এমনকি রুশদিকে আক্রমণের ঘটনার নিন্দা করায় প্রাণনাশের হুমকি পান হ্যারি পটারের লেখিকা জে কে রাউলিং।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন