Kedarnath Temple: উত্তরাখন্ড কংগ্রেসের ডাকে হরিদ্বার থেকে শুরু কেদারনাথ বাঁচাও যাত্রা

People's Reporter: প্রাক্তন মুখ্যমন্ত্রী রাওয়াত বলেন, দিল্লিতে কেদারনাথ মন্দিরের প্রতিরূপ স্থাপিত হলে মূল মন্দিরের পবিত্রতা নষ্ট হবে। আমাদের আধ্যাত্মিক সংস্কৃতির পরিচয় বহন করে চার ধাম।
কংগ্রেসের ডাকে  হরিদ্বার থেকে শুরু কেদারনাথ বাঁচাও যাত্রা
কংগ্রেসের ডাকে হরিদ্বার থেকে শুরু কেদারনাথ বাঁচাও যাত্রা ছবি আইএনসি উত্তরাখণ্ড এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

দিল্লিতে কেদারনাথ মন্দিরের প্রতিরূপ স্থাপনের বিরোধিতা করে উত্তরাখণ্ড কংগ্রেসের ডাকে ১৬ দিন ব্যাপী এক প্রতিবাদ মিছিল শুরু হল। ‘কেদারনাথ বাঁচাও’ যাত্রা শুরুর আগে হরিদ্বারে হর কী পৌড়ি ঘাটে পুজো দিয়ে এই যাত্রা শুরু হয়। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেস সভাপতি করণ মাহারা এবং সহ সভাপতি মাথুরদত্ত জোশী। এছাড়াও এই প্রতিবাদ যাত্রায় অংশ নেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত।

সম্প্রতি দিল্লিতে উত্তরাখন্ডের কেদারনাথ মন্দিরের এক প্রতিরূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। দিল্লির বুরারি অঞ্চলে এই প্রতিরূপ তৈরি করা হবে। জুলাই মাসের শুরুতে প্রস্তাবিত এই প্রতিরূপ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী। যদিও প্রথম থেকেই এর বিরোধিতায় সুর চড়িয়েছে উত্তরাখন্ড কংগ্রেস।

এই প্রসঙ্গে কংগ্রেসের বক্তব্য, দিল্লিতে কেদারনাথ মন্দিরের প্রতিরূপ স্থাপিত হলে মূল মন্দিরের পবিত্রতা নষ্ট হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত বলেন, আমাদের আধ্যাত্মিক সংস্কৃতির পরিচয় বহন করে চার ধাম। এই সংস্কৃতি নষ্ট করার যে কোনও প্রচেষ্টার আমরা প্রতিবাদ জানাবো।

রাজ্য কংগ্রেস সভাপতি করণ মাহারা দাবি করেন, এই নির্মাণের উদ্যোগের সঙ্গে মন্দির ট্রাস্টের যারা যারা যুক্ত আছেন তাদের সকলের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

এর আগে কেদারনাথ মন্দিরের পুরোহিতরা দিল্লির এই নির্মাণের বিরুদ্ধে ধর্নায় বসেছিলেন। বেশ কয়েকদিন ধর্না চলার পর মুখ্যমন্ত্রীর আশ্বাসে তাঁরা ধর্না তুলে নেন।

উত্তরাখণ্ডের মন্ত্রী ধ্যান সিং রাওয়াত কংগ্রেসের এই আন্দোলনকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন। কংগ্রেস যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের উন্নয়নের কাজের বিরোধিতা করছে তা আগে কখনও দেখা যায়নি। কংগ্রেস যে কোনও বিষয়ে শুধুই রাজনীতি করতে চাইছে। কংগ্রেসের সঙ্গে উন্নয়নের কোনও সম্পর্ক নেই।

কংগ্রেসের ডাকে  হরিদ্বার থেকে শুরু কেদারনাথ বাঁচাও যাত্রা
Kanwar Yatra: খাবার দোকানদারদের নাম লিখতে বাধ্য করা যাবে না, সরকারি নির্দেশিকায় 'সুপ্রিম' স্থগিতাদেশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in