প্রয়াত বিখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানা। রবিবার মধ্যরাতে লখনউয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বেশ কয়েকদিন ধরেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বহুদিন ধরেই কবি গলার ক্যান্সারের সমস্যায় ভুগছিলেন।
কবি মুনাওয়ার রানার কন্যা সুমাইয়া রানা সংবাদসংস্থা পিটিআইকে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পাশাপাশি তিনি এও জানান, সোমবার তাঁর বাবাকে সমাধিস্থ করা হবে। অন্যদিকে, এদিন বাবার মৃত্যুর কথা জানিয়ে কবির ছেলে তাবরেজ রানা পিটিআইকে বলেন, “অসুস্থতার কারণে গত ১৪-১৫ দিন ধরে বাবা হাসপাতালে ভর্তি ছিলেন। প্রথমে তাঁকে লখনউয়ের মেদান্তায় ভর্তি করা হয়েছিল এবং তারপর SGPGI-এ স্থানান্তরিত করা হয় যেখানে তিনি রাত ১১টা নাগাদ প্রয়াত হন।“
সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে কবিতা লেখার জন্য জনপ্রিয় ছিলেন মুনাওয়ার রানা। ১৯৫২ সালের ২৬ নভেম্বর উত্তরপ্রদেশের রায়বরেলিতে জন্ম হয় কবির। মুনাওয়ার রানা উর্দু কবিতা, সাহিত্য বিশেষ করে গজলের জন্য পরিচিত ছিলেন। তার সবচেয়ে বিখ্যাত কবিতাটি ছিল 'মা'।
২০১৪ সালে মুনাওয়ার রানা তাঁর কবিতার বই 'শাহদাবা'-এর জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তবে, দেশে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগের কারণে পুরস্কার পাওয়ার প্রায় এক বছর পরে তিনি পুরস্কারটি ফিরিয়ে দেন।
কবি তাঁর কর্মজীবনে বহু সম্মানে সম্মানিত হয়েছেন। তার মধ্যে রয়েছে আমীর খসরো পুরস্কার, মীর তাকি মীর পুরস্কার, গালিব পুরস্কার, ডঃ জাকির হুসেন পুরস্কার এবং সরস্বতী সমাজ পুরস্কার। তাঁর লেখা কবিতা, সাহিত্য, গজলগুলি বিভিন্ন ভাষায় অনুদিত করা হয়েছে।
মুনাওয়ার রানা তাঁর জীবনের বেশিরভাগ সময় কলকাতায় কাটিয়েছেন। সাহিত্য চর্চার পাশাপাশি কবি উত্তরপ্রদেশের রাজনীতিতেও বেশ সক্রিয় ছিলেন। তাঁর কন্যা সুমাইয়া বর্তমানে অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির (এসপি) সদস্য।
কবির প্রয়াণে শোকজ্ঞাপণ করেছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, “তো অব ইস গাঁও সে / রিশ্তা হমারা খতম হোতা হ্যায় / ফির আঁখে খোল লি যায় কি / সপনা খতম হোতা হ্যায়।' এরপর তিনি লেখেন, 'দেশের জনপ্রিয় কবি মুনাওয়ার রানার মৃত্যুর খবর অত্যন্ত কষ্টকর। ওঁর আত্মার শান্তি কামনা করি। সশ্রদ্ধ প্রণাম।“
শোকজ্ঞাপণ করেছেন পশ্চিমবঙ্গ সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন