বারাণসীর জ্ঞানবাপী মসজিদে আরকিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)-র সমীক্ষার কাজে স্থগিতাদেশ জারি করলো শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্ট আগামী বুধবার বিকেল ৫টা পর্যন্ত এই কাজ স্থগিত রাখার নির্দেশ জারি করেছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সোমবার এই আদেশ দিয়েছে। আদালত জানিয়েছে, আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটিকে এলাহাবাদ হাইকোর্টের আগের নির্দেশ চ্যালেঞ্জ করে আপিল করার জন্য কিছু সময় দেওয়া উচিত।
গত শুক্রবার ২১ জুলাই বিকেল ৪.৩০ মিনিটে এলাহাবাদ হাইকোর্ট জ্ঞানবাপী মসজিদের বিষয়ে রায় দেয়। শীর্ষ আদালত বিষয়টি জানার পরে এই নির্দেশ দিয়েছে।
যদিও এদিন সকালেই এএসআই-এর তথ্য অনুসন্ধানকারী একটি দল সমীক্ষার জন্য পৌঁছে গেছিল জ্ঞানবাপী মসজিদে। যদিও শীর্ষ আদালতের নির্দেশের পর তাঁরা ফিরে যায়।
প্রসঙ্গত, ২০২১ সালে কয়েকজন হিন্দুত্ববাদী মহিলা এই জ্ঞানবাপী মসজিদের নির্মাণ সম্পর্কে বিশদে জানতে চেয়ে আদালতে মামলা করেন। তাঁদের দাবি ছিল, ওই স্থানে অতীতে একটি হিন্দু মন্দির ছিল। সপ্তদশ শতকে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে সেই মন্দির ভেঙে সেখানেই জ্ঞানবাপী মসজিদ তৈরি করা হয়।
গত শুক্রবার এই মামলার শুনানিতেই বারাণসী জেলা আদালতের বিচারক এ. কে ভিশভেশ ভারতের পুরাতত্ত্ব বিভাগকে ওই মসজিদের বৈজ্ঞানিক সমীক্ষার নির্দেশ দেয়। আগামী ৪ আগস্টের মধ্যে ছবি ও ভিডিও-সহ সমীক্ষার বিস্তারিত রিপোর্ট আদালতে পেশ করতে বলা হয়। পুরাতত্ত্ব বিভাগকে সমস্তরকমের অত্যাধুনিক প্রযুক্তি ও প্রক্রিয়া ব্যবহার করে মসজিদটি আদৌও কোনও হিন্দু মন্দিরের ভগ্নাবশেষের উপর তৈরি কি না তা খুঁজে দেখার আদেশ দেওয়া হয়েছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন