'দেবদাসী প্রথা'-র বিরুদ্ধে কেন্দ্র এবং ৬ রাজ্যকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের

কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের মুখ্যসচিবদের নোটিশ জারি করেছে কমিশন। নোটিশে বলা হয়েছে, ৬ সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট কমিশনের কাছে জমা দিতে হবে।
'দেবদাসী প্রথা'-র বিরুদ্ধে কেন্দ্র এবং ৬ রাজ্যকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের
'দেবদাসী প্রথা'-র বিরুদ্ধে কেন্দ্র এবং ৬ রাজ্যকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনেরপ্রতীকী ছবি
Published on

'দেবদাসী প্রথা' নিয়ে এবার কেন্দ্র এবং ৬টি রাজ্যকে নোটিশ জারি করল জাতীয় মানবাধিকার কমিশন। দেশের বিভিন্ন মন্দিরে, বিশেষত দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে দেবদাসী প্রথার মাধ্যমে হুমকি, লাঞ্ছনা এবং যৌন নির্যাতনের শিকার হন নারীরা। এই সংক্রান্ত একটি মিডিয়া রিপোর্টের উপর ভিত্তি করে নোটিশ জারি করেছে কমিশন।

কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের সচিব; সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের সচিব; কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র সরকারের মুখ্যসচিবদের নোটিশ জারি করেছে কমিশন। নোটিশে বলা হয়েছে, আগামী ৬ সপ্তাহের মধ্যে দেবদাসী প্রথা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট কমিশনের কাছে জমা দিতে হবে।

নোটিশে স্পষ্টভাবে জানানো হয়েছে, রিপোর্টে অবশ্যই দেবদাসী প্রথার প্রতিরোধে এবং দেবদাসীদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে নারীরা মর্যাদা এবং সম্মানের সাথে তাঁদের জীবনযাপন করতে পারেন, তার উল্লেখ থাকতে হবে। এছাড়াও, এই ধরনের অসামাজিক কাজকর্ম প্রতিরোধের জন্য রাজ্যগুলিতে কোনও স্থানীয় আইন প্রণয়ন করা হয়েছে কিনা এবং যদি না থাকে তাহলে এই প্রথা নির্মূল করার জন্য কী পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে সেটাও রিপোর্টে উল্লেখ করার নির্দেশ দিয়েছে কমিশন।

কমিশনের পর্যবেক্ষণতছে, কয়েক বছর আগে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন মন্দিরে নারীদের দেবদাসী বানিয়ে তাঁদের যৌন হেনস্থা করা হতো। এই সংক্রান্ত একাধিক অভিযোগ এসেছে।

১৯৮২ এবং ১৯৮৮ সালে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ সরকার এ দেবদাসী প্রথাকে অবৈধ ঘোষণা করেছিল। রিপোর্ট বলছে, এরপরেও শুধুমাত্র কর্ণাটকেই ৭০ হাজারেরও বেশি মহিলা দেবদাসী হিসাবে তাঁদের জীবনযাপন করছেন। বিচারপতি রঘুনাথ রাও-এর নেতৃত্বে গঠিত একটি কমিশন জানিয়েছিল, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ৮০ হাজার দেবদাসী রয়েছে।

বিভিন্ন সংবাদ সংস্থাগুলির রিপোর্ট পর্যবেক্ষণের পর কমিশন জানিয়েছে, দেবদাসী প্রথা বন্ধ করার জন্য অতীতে বিভিন্ন আইন প্রণয়ন করা হলেও, দেশের বিভিন্ন প্রান্তে এখনও সেটি বহাল তবিয়তে প্রচলিত রয়েছে। নাবালিকাদের দেবদাসী বানানোর বিরুদ্ধে অতীতে সুপ্রিম কোর্টও কড়া পদক্ষেপ নিয়েছে। কমিশনের মতে, এই প্রথার মাধ্যমে নারীরা যৌনবৃত্তি এবং হয়রানির শিকার হয়ে আসছেন বছরের পর বছর, যা তাঁদের মৌলিক অধিকার, মর্যাদা ও সম্মান লঙ্ঘন করছে।

'দেবদাসী প্রথা'-র বিরুদ্ধে কেন্দ্র এবং ৬ রাজ্যকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের
Global Hunger Index: বিশ্ব ক্ষুধা সূচকে আরও ৬ ধাপ নেমে ১০৭-এ ভারত, 'অন্ধকার যুগ' - মন্তব্য ইয়েচুরির
'দেবদাসী প্রথা'-র বিরুদ্ধে কেন্দ্র এবং ৬ রাজ্যকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের
Karnataka: দু'দশক ধরে নাবালিকাদের যৌন শোষণ করতেন সন্ন্যাসী, মুরুগা মঠ প্রধানের বিরুদ্ধে আরও অভিযোগ
'দেবদাসী প্রথা'-র বিরুদ্ধে কেন্দ্র এবং ৬ রাজ্যকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের
ভোটমুখী কর্ণাটকে রাহুলের Bharat Jodo Yatra-র সাফল্যে কপালে ভাঁজ গেরুয়া শিবিরের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in