ফের দিল্লির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাতিল হল পশ্চিমবঙ্গের পাঠানো ট্যাবলো। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে মেল মারফত বাতিলের কথা জানানো হয়েছে বলে জানা গেছে।
প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে হওয়া অনুষ্ঠানে ট্যাবলোর মাধ্যমে বিভিন্ন রাজ্যের সংস্কৃতিকে তুলে ধরা হয়। ২০২৩ সালে বাংলার তরফ থেকে ট্যাবলো ঠাঁই পেয়েছিল। সেবছরের থিম ছিল দুর্গোৎসব। এবছর রাজ্যের প্রস্তাবিত ট্যাবলোর সজ্জা এবং অলঙ্করণ নিয়ে প্রজাতন্ত্র দিবসের আয়োজক, প্রতিরক্ষা মন্ত্রকের কর্তাদের সঙ্গে দু-দু’বার বৈঠকও হয় রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের কর্তাদের। কিন্তু শেষ পর্যন্ত তা অনুমোদন পেল না।
বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে মেল মারফত একথা রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে। চলতি বছর দিল্লির কুচকাওয়াজে ঠাঁই দেওয়া যাচ্ছে না রাজ্যের ট্যাবলোকে। নানা রাজ্য তাদের রুচি-সংস্কৃতির আদলে প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো সাজালেও মূল থিম নির্দিষ্ট করে প্রতিরক্ষা মন্ত্রক। ২৪ সালের থিম ‘বিকশিত ভারত’।
এর আগে ২০১৭, ২০২০ এবং ২০২২ সালেও রাজ্যের ট্যাবলো বাতিল করা হয়েছিল। অর্থাৎ গত ৮ বছরে তিনবার রাজ্যের ট্যাবলো বাতিল করা হয়েছে।
এই ট্যাবলো বাতিলেও রাজনীতি দেখছে তৃণমূল কংগ্রেস। দলের দাবি, রাজ্যের কন্যাশ্রী প্রকল্প-সম্বলিত ট্যাবলোর মডেল পাঠানো হয়েছিল দিল্লিতে। মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, ‘‘এটা খুব দুর্ভাগ্যজনক। রাজ্য কন্যাশ্রী প্রকল্প নিয়ে ট্যাবলোর মডেল পাঠিয়েছিল, যেই প্রকল্পকে রাষ্ট্রসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পুরস্কৃত করেছে। কিন্তু কেন্দ্রীয় সরকার এতে অনুমোদন দেয়নি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে মেয়েদের তুলে ধরতে চেয়েছেন, পাছে তা সারা দেশ দেখে সেই আশঙ্কায় ট্যাবলো বাতিলের নীতি নিয়েছে দিল্লি।’’
তৃণমূলের আর এক নেতা জানান, "শুধু বাংলার নয়, পাঞ্জাব সহ অবিজেপি শাসিত আরও সাতটি রাজ্যের ট্যাবলোর প্রস্তাব বাতিল করা হয়েছে। এটি শুধুমাত্র কেন্দ্রের পক্ষপাতিত্বকেই ইঙ্গিত করে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন