চলতি বছর সাঁওতালি ভাষায় সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেলেন বঙ্গসন্তান টুরিয়াচাঁদ বাস্কে। খাতায় কলমে তাঁর নাম তারাসিন বাস্কে হলেও টুরিয়াচাঁদ নামেই তিনি বেশি পরিচিত। এই ছদ্মনামেই বই লেখেন তিনি। ‘জবা বাহা’ নামক ছোটগল্প গ্রন্থের জন্য এই পুরস্কার পেলেন তিনি।
বুধবার চলতি বছরের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২৪টি ভাষায় এই বছর পুরস্কার দেওয়া হচ্ছে। এবছরের পুরস্কার প্রাপকের তালিকায় ৯টি কবিতার বই, ৬টি উপন্যাস, ৫টি ছোট গল্প সংকলন, ৩টি প্রবন্ধ এবং একটি সাহিত্য অধ্যয়নের বই রয়েছে।
ঝাড়গ্রামের লালগড়ের পাঁপুড়িয়া গ্রামের বাসিন্দা টুরিয়াচাঁদ। পেশায় একজন শিক্ষক তিনি। হলদিয়ার সুতাহাটা ব্লকের বাবুপুর এগ্রিকালচারাল হাইস্কুলের ইংরাজি শিক্ষক তিনি। অল্প বয়স থেকেই লেখালেখি শুরু করেন। ১৯৯৯ সাল থেকে ত্রৈমাসিক সাঁওতালি পত্রিকা ‘জিউয়ী' প্রকাশ করছেন তিনি। ২০০০ সাল থেকে প্রকাশ করেন ‘তীরন্দাজ’ নামে গবেষণামূলক পত্রিকা। সাঁওতালি সংস্কৃতি তুলে ধরাই এই পত্রিকার উদ্দেশ্য। আদিবাসী সমাজের অধিকার ও বঞ্চনার কথাও লেখা হয়।
‘জবা বাহা’ ছোটগল্প গ্রন্থে ২০টি গল্প রয়েছে। প্রতিটি গল্পেই আদিবাসী সমাজের অধিকার ও বঞ্চনার কথা তুলে ধরা হয়েছে।
টুরিয়াচাঁদবাবুর সাঁওতালি ভাষায় লেখা কবিতা, গল্প, প্রবন্ধ, সংকলন, গান, চিঠি-সহ মোট ৩১টি গ্রন্থ রয়েছে। পুরুলিয়ার সিদো কানহো এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে তাঁর রচিত কবিতা ও প্রবন্ধ পড়ানো হয়। ২০১৫ সালে সাঁওতালি অ্যাকাদেমি ‘সারদাপ্রসাদ কিস্কু’ পুরস্কার পান তিনি। এরপর ২০১৯ সালে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ বিভাগ ‘সাঁধু রামচাঁদ স্মৃতি’ পুরস্কারে ভূষিত করেন টুরিয়াচাঁদকে। চলতি বছর রাজ্য সরকারের পক্ষ থেকে ‘শিক্ষারত্ন’ পুরস্কার পেয়েছেন তিনি। আর এবার সাহিত্য় অ্যাকাডেমি পুরস্কার পেতে চলেছেন তিনি।
উল্লেখ্য, এবছর বাংলা ভাষায় সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন স্বপ্নময় চক্রবর্তী। 'জলের উপর পানি' উপন্যাসের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন