ইতালির প্রাচীনতম বিশ্ববিদ্যালয় তাসকানি সিয়েনা থেকে সম্মানসূচক ডক্টরেট উপাধি পেলেন লেখক অমিতাভ ঘোষ। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করে নিজেই সেকথা জানালেন লেখক। এই নিয়ে লেখকের ষষ্ঠতম ডক্টরেট। উল্লেখ্য, ১২৪০ সালে ইতালির এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল।
ছবি শেয়ার করে লেখক ক্যাপশানে লিখেছেন, “৭৮৬ বছরের পুরনো সিয়েনা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট পেয়ে দারুণ লাগছে। রেক্টর, প্রফেসর রবার্তো ডি পিয়েত্রাকে তাঁদের আতিথেয়তার জন্য এবং প্রফেসর এলেনা স্প্যান্ড্রিকে তাঁর চমৎকার শ্রদ্ধাজ্ঞাপনের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি।“
লেখক আরও লেখেন, “এটি আমার ষষ্ঠ ডক্টরেট। কিন্তু এটা আমার কাছে খুবই বিশেষ কারণ এটি পালিও উৎসবের সময়ে হয়েছে। পালিও উৎসব এমন একটি উৎসব যাতে আমি দীর্ঘদিন ধরে আচ্ছন্ন ছিলাম।“
অমিতাভ ঘোষ তাঁর ‘সার্কেল অফ রিজন’ বইয়ের জন্য প্রিক্স মেডিসিস এট্রেঞ্জার, ‘দ্য শ্যাডো লাইনস’ –এর জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার এবং আনন্দ পুরস্কার পেয়েছেন। এছাড়া ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরস্কার অর্জন করেছেন তিনি। পাশাপাশি, পেয়েছেন ৫৪ তম জ্ঞানপীঠ পুরস্কারও।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন