বাংলাদেশে ১৪টি হাসপাতালের নাম পরিবর্তন করল অন্তর্বর্তী ইউনুস সরকার। একাধিক হাসপাতালের সামনে থেকে সরে গেল বঙ্গবন্ধু এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। রবিবার বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রক থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনার দেশ ছাড়ার পরেও এখনও বাংলাদেশের পরস্থিতি স্বাভাবিক হয়নি। হাসিনা বিরোধী কার্যকলাপ বজায় রয়েছে সেদেশে। দেশে বঙ্গবন্ধু বা তাঁর কন্যা শেখ হাসিনার কোনও স্মৃতিই রাখতে চাইছে না অন্তর্বর্তী সরকার। এবার দেশের ১৪টি হাসপাতালের নাম পরিবর্তন করা হল। সেগুলি হল -
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল।
টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিবর্তে রাখা হয়েছে টাঙ্গাইল মেডিকেল কলেজ।
গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নাম বদলে করা হয়েছে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট।
শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নাম পরিবর্তন করে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট।
সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল করা হয়েছে।
গোপালগঞ্জ শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ হাসপাতালের নামের বদলে করা হয়েছে গোপালগঞ্জ ডেন্টাল কলেজ হাসপাতাল।
গোপালগঞ্জেরই শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল করা হয়েছে।
এছাড়া গোপালগঞ্জের শেখ সায়রা খাতুন ট্রমা সেন্টারের নাম হয়েছে গোপালগঞ্জ ট্রমা সেন্টার।
জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের নাম বদলে রাখা হয়েছে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল।
কিশোরগঞ্জের কটিয়াদির বঙ্গবন্ধু (দলদিয়া) ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রকে দলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, কটিয়াদি করা হয়েছে।
খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালকে খুলনা বিশেষায়িত হাসপাতাল।
দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে রাখা হয়েছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল।
মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল নাম দেওয়া হয়েছে।
বাংলাদেশের রাজনীতিতে আপাতত হাসিনা এবং তাঁর দল আওয়ামী লীগের কোনও জায়গা নেই বলেই মনে করছেন অন্তর্বর্তী সরকার। দলের ছাত্র সংগঠন ছাত্র লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন