Pakistan: পাকিস্তানে বাস থেকে যাত্রীদের নামিয়ে বেছে বেছে চালানো হল গুলি, নিহত অন্তত ২৩

People's Reporter: পরিচয়পত্র খতিয়ে দেখে বেছে বেছে ২৩ জন যাত্রীকে গুলি করে মারা হয়। এর পর আগুন লাগিয়ে দেওয়া হয় বাস ও ট্রাকগুলিতে। নিহতেরা সকলেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা।
পাকিস্তানে বাস থেকে নামিয়ে বেছে বেছে চালানো হল গুলি
পাকিস্তানে বাস থেকে নামিয়ে বেছে বেছে চালানো হল গুলিছবি - সংগৃহীত
Published on

মাঝ রাস্তায় বাস-ট্রাক থামিয়ে যাত্রীদের জোর করে নামানো হয়। এরপর পরিচয় পত্র দেখে বেছে বেছে গুলি করে খুন করা হয়। পরে ওই গাড়িগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। সূত্রের খবর, এই ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে খবর, সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বালুচিস্তানের মুসাখেলে। জানা গিয়েছে, রারাশামের কাছে আগে থেকেই হাইওয়ে আটকে দাঁড়িয়েছিলেন একদল সশস্ত্র যুবক। সেই পথ দিয়ে আসা সমস্ত বাস ও ট্রাক থেকে যাত্রীদের নামতে বাধ্য করেন তাঁরা।

এর পর এক এক করে সকলের পরিচয়পত্র খতিয়ে দেখে বেছে বেছে ২৩ জন যাত্রীকে গুলি করে মারা হয়। এর পর আগুন লাগিয়ে দেওয়া হয় বাস ও ট্রাকগুলিতে। কমপক্ষে ১০টি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, নিহতেরা সকলেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা।

এই ঘটনায় সহকারী পুলিশ কমিশনার নাজিব কাকর বলেছেন, ‘‘নিহতেরা সকলেই পঞ্জাবের বাসিন্দা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মৃতদেহগুলি হাসপাতালে পাঠানো হয়েছে।’’

সকাল সকাল এমন মর্মান্তিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ় বুগতি। নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি সরফরাজ জানিয়েছেন, এই হত্যার পিছনে রয়েছে সন্ত্রাসবাদীরা। পাঞ্জাব প্রদেশে জঙ্গি হানা রুখতে দ্রুত পদক্ষেপ করার আশ্বাসও দিয়েছেন তিনি।

পাকিস্তানে বাস থেকে নামিয়ে বেছে বেছে চালানো হল গুলি
Kamala Harris: ডেমোক্র্যাটদের প্রার্থী কমলা হ্যারিস - মনোনয়ন গ্রহণ করেই ট্রাম্পকে আক্রমণ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in