বাড়লো মাউন্ট এভারেস্টের উচ্চতা - ঘোষণা নেপাল ও চীনের

মাউন্ট এভারেস্ট
মাউন্ট এভারেস্ট ফাইল ছবি সংগৃহীত
Published on

উচ্চতা বাড়লো মাউন্ট এভারেস্টের। এতদিনের জানা ২৯,০২৮ ফিটের বদলে মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা ২৯,০৩১.৭ ফিট। মঙ্গলবার নেপাল এবং চীনের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়েছে। বিগত কয়েক বছর ধরেই মাউন্ট এভারেস্টের আসল উচ্চতা নিয়ে বিতর্ক চলছিলো।

চীনা বিদেশমন্ত্রী ওয়াং য়ি এবং নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গায়লি মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠক থেকে জানিয়েছেন মাউন্ট এভারেস্টের আসল উচ্চতা ২০,০৩১.০৭ ফিট।

মাউন্ট এভারেস্টের সঠিক উচ্চতা নির্ণয়ে ২০১৯ এবং ২০২০ সালে নেপাল এবং চীনের পক্ষ থেকে বিশেষ ভাবে এই শৃঙ্গের জরিপের কাজ করা হয়।

উল্লেখ্য ১৮৫৬ সালে এক ব্রিটিশ টিম মাউন্ট এভারেস্টের উচ্চতা মেপে জানায় ২৯,০০২ ফিট। পরে ১৯৫৪ সালে এক ভারতীয় দল ফের মাউন্ট এভারেস্টের উচ্চতা জরিপ করে। সেইসময় এর উচ্চতা দাঁড়ায় ২৯,০২৮ ফিট। এই তথ্যই সর্বজনস্বীকৃত হয়।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in