Bangladesh: দুর্ঘটনা নাকি নাশকতা! ঢাকা বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৮

স্থানীয় সূত্রে খবর, এখনও পর্যন্ত ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও সরকারি পরিসংখ্যান বলছে ১৬ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশে বিস্ফোরণ
বাংলাদেশে বিস্ফোরণছবি - ললিত কে প্রজাপতির ট্যুইটার
Published on

বাংলাদেশে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে হয়েছে ১৮ জন। এখনও উদ্ধার কাজ চলছে। তবে নাশকতা নাকি অন্য কোনো কারণে বিস্ফোরণ তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

মঙ্গলবার রাজধানী ঢাকার সিদ্দিকবাজার এলাকায় স্থানীয় সময় বিকেল ৪টে ৪৫মিনিটে একটি বহুতল ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। সাথে সাথেই বহুতলের কিছু অংশ ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘন জনবসতি এলাকা হওয়ার ফলে অনেকে আহত হন। আহতদের সংখ্যা প্রায় শতাধিক। সকলেই ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এখনও পর্যন্ত ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও সরকারি পরিসংখ্যান বলছে ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলি শনাক্ত করে পরিবারকে দেওয়া হয়েছে। মঙ্গলবারের পর বুধবারেও শুরু হয়েছে উদ্ধার কাজ চলছে। দমকল আধিকারিকরা জানাচ্ছেন, বিল্ডিংটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে খুবই সাবধানতা অবলম্বন করে কাজ করতে হচ্ছে। এখনই যদি অতিরিক্ত সেনা নামিয়ে কাজ শুরু করা হয় তাহলে সমস্যা আরও জটিল হতে পারে। তবে যতটা সম্ভব আজকে উদ্ধার কাজ সম্পন্ন করার চেষ্টা হবে।

পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণটি হয়েছে ওই বহুতলের বেসমেন্টে। বিস্ফোরক কিছু মজুত করা ছিল বলেই অনুমান করা হচ্ছে। বেসমেন্টে জল মজুতের ব্যবস্থা ছিল। বিস্ফোরণের জেরে চারিদিকে জলে ভরে রয়েছে। নিছকই দুর্ঘটনা নাকি নাশকতার ছক তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি।

বাংলাদেশে বিস্ফোরণ
ভারত-চীনের মধ্যে বন্ধুত্ব স্থাপন হলে পশ্চিমাদের বিরুদ্ধে লড়াইটা আরও শক্তিশালী হবে - রাশিয়া
বাংলাদেশে বিস্ফোরণ
Tripura: বিজেপির বিরুদ্ধে বিরামহীন সন্ত্রাসের অভিযোগে শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করছে বাম কংগ্রেস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in