তালিবানি নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কাবুলে পথে নামল মহিলারা। শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান অধিকারের দাবিতে এই বিক্ষোভ বলে জানিয়েছে সংবাদ সংস্থা।
খামা নিউজ জানিয়েছে ১৭ সেপ্টেম্বর থেকে পূর্বতন সরকারের নারী বিষয়ক মন্ত্রক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রবিবার এই বিক্ষোভ দেখানো হয়।
তালিবানি সরকার ওই মন্ত্রকের বদলে নতুন একটি মন্ত্রক তৈরি করেছে। যার নাম দেওয়া হয়েছে গাইডেন্স অ্যান্ড প্রোমোশন অব ভার্চু অ্যান্ড প্রিভেনশন অব ভাইস মন্ত্রক।
মন্ত্রক তুলে দেওয়ার বিষয়ে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ রবিবার জানান তাঁরা মহিলাদের জন্য শরিয়ত আইনে কার্যকরী দক্ষ প্রশাসন গঠন করবে। তার জন্য কোনো মন্ত্রক উপ মন্ত্রকের প্রয়োজন নেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখপাত্র বলেন, ওই মন্ত্রক আফগান মহিলাদের উন্নতির জন্য কিছুই করেনি। ওই মন্ত্রক থাকা সত্ত্বেও গ্রামের মহিলারা ছিলেন মৌলিক অধিকার থেকে বঞ্চিত।
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন