ফের কাবুল বিমানবন্দরে হামলা হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বৃহস্পতিবারের বিস্ফোরণের আতঙ্ক এখনও টাটকা। মৃতের সংখ্যা ১৭০ পেরিয়ে গিয়েছে। তারই মধ্যে প্রেসিডেন্টের বার্তায় আতঙ্ক ছড়িয়েছে। আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে ফের সন্ত্রাসবাদী হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এখনও প্রায় সাড়ে তিনশো আমেরিকান রয়ে গিয়েছেন আফগানিস্তানে। তাঁরা দেশে ফিরতে চান। তাঁদের উদ্দেশে বাইডেনের সতর্কবার্তা, ‘পরিস্থিতি এখনও বেশ বিপজ্জনক। আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে আবার হামলা হতে পারে। অত্যন্ত সতর্ক থাকুন। দরকারে সেনাবাহিনীর সাহায্য নিন।’
এর ঘণ্টা কয়েকের মধ্যেই কাবুলে আমেরিকার দূতাবাসও জানিয়েছে, বিমানবন্দর সংলগ্ন বিস্তৃত এলাকায় যেন লাল সতর্কতা জারি করা হয়। পাশাপাশি বিবৃতি দিয়ে হামিদ কারজাই বিমানবন্দর সংলগ্ন এলাকার পাশাপাশি বিমানবন্দরের দক্ষিণ প্রান্তের এয়ারপোর্ট সার্কেল গেট এবং উত্তর-পূর্ব দিকের পঞ্জশির পেট্রল স্টেশন সংলগ্ন এলাকায় দ্রুত নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বাইডেন প্রেস বিবৃতিতে প্রথমে ঘোষণা করেন, ‘যারা বৃহস্পতিবারের হামলার নেপথ্যে ছিল, তাদের প্রত্যেককে খুঁজে বের করবে আমেরিকা। কুকীর্তির মূল্য দিতে হবে তাদের।’ তারপরে তিনি ফের হামলা হওয়ার সতর্কবাণী শোনান।
শনিবার দুপুরে বাইডেনের ঘোষণার আগে আমেরিকার সেনাবাহিনীর এক কর্তা জানান, বৃহস্পতিবারের বিস্ফোরণে দু’জন শীর্ষস্তরের আইসিস জঙ্গিকে খতম করেছে আমেরিকা। পেন্টাগনের ওই শীর্ষ পদাধিকারী বলেন, ‘আমেরিকার ড্রোন হামলায় দুই জঙ্গি নেতার মৃত্যু হয়েছে। হামলায় এক আইসিস জঙ্গি আহতও হয়েছে।’ ওই জঙ্গি সংগঠনের আর এক শীর্ষনেতার উপরও নিয়ত নজরদারি চালানো হচ্ছে। সে আপাতত জালালাবাদেরই একটি বাড়িতে লুকিয়ে আছে বলে জানান তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন