আফগানিস্তানে তালিবানরা নতুন মন্ত্রিসভা ঘোষণা করার পরেই পঞ্জশিরের আহমদ মাসুদের নেতৃত্বে প্রতিরোধ বাহিনী জানিয়ে দিয়েছে আলাপ-আলোচনার পরেই তারা দেশে সমান্তরাল সরকার গঠনের কথা ঘোষণা করবে।
তালিবানদের তদারকি সরকারকে তারা অবৈধ এবং জনবিরোধী আখ্যা দিয়েছে বলে জানাচ্ছে খাম্মা নিউজ।
মঙ্গলবার আফগানিস্তানের ইসলামি আমীরশাহি মুল্লা মুহম্মদ হাসান আখুন্দের নেতৃত্বে ৩৩ সদস্যের তদারকি সরকারের ঘোষণা করে।
প্রতিরোধ ফ্রন্ট তাদের বিবৃতিতে জানিয়েছে তালিবানদের বিরুদ্ধে তাদের প্রতিরোধ জারি থাকবে। তালিবানরা শুধু এই অঞ্চলেই নয়, সারা বিশ্বের কাছেই বিপজ্জনক।
প্রতিরোধ বাহিনী আরও জানিয়েছে তারা আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য গণতান্ত্রিক বৈধ সরকার গঠন করবে। যা হবে জনমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত।
ফ্রন্টের পক্ষ থেকে রাষ্ট্রসংঘ, নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন, সার্ক, ইসিও এবং ওআইসি-র সদস্য দেশগুলির কাছে তালিবানকে সহযোগিতা না করার আবেদন জানানো হয়েছে।
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন