নতুন তালিবান সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মহিলারা স্নাতকোত্তর স্তর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে, কিন্তু শ্রেণীকক্ষগুলিতে পুরুষ এবং মহিলাদের আলাদা বসতে হবে। ছাত্রীদের ইসলামী পোশাকও বাধ্যতামূলক।
গত ১৫ আগস্ট কাবুল সহ গোটা আফগানিস্তানের দখল নেয় তালিবানিরা। এরপর থেকেই একের পর এক বিধিনিষেধ আরোপ করা শুরু হয়েছে। আফগানিস্তানের নতুন সরকার গঠনের কয়েক দিন পরেই মন্ত্রী আবদুল বাকী হাক্কানি রবিবার এক সংবাদিক সম্মেলনে নতুন নীতিমালা তুলে ধরেন। উল্লেখ্য এই সরকারে একজনও মহিলা সদস্যা নেই। তালিবান ছাড়াও অন্য কোন গোষ্ঠী থেকেই নতুন সরকারে কারোর ঠাই হয়নি।
সাংবাদিক সম্মেলনে হাক্কানি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হিজাব পরা আবশ্যক হবে, কিন্তু তিনি স্পষ্ট করেননি মাথার স্কার্ফ বা মুখের আবরণ বাধ্যতামূলক কিনা!
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন