রাষ্ট্রসংঘ এবং হিউম্যান রাইটস ওয়াচ (HRW) দুই আফগান মহিলা কর্মী নিখোঁজ হওয়ার বিষয়ে অবিলম্বে তদন্ত শুরু করার দাবি জানিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে গত বুধবার তাঁদের বাড়ি থেকে অপহরণ করা হয়।
টোলো নিউজের প্রতিবেদন অনুসারে, রবিবার এক বিবৃতিতে, আফগানিস্তানে রাষ্ট্রসংঘের সহকারী মিশন (UNAMA) জানিয়েছে, "দুই আফগান মহিলা কর্মী, তামানা জারিয়াবি পরিয়ানি এবং পারওয়ানা ইব্রাহিমখেলকে বুধবার (১৯ জানুয়ারি) রাতে তাদের বাড়ি থেকে অপহরণ করার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
UNAMA জানিয়েছে, "আমরা তালিবানদের তাঁদের অবস্থান সম্পর্কে তথ্য প্রদানের জন্য এবং সমস্ত আফগানদের অধিকার রক্ষার জন্য আহ্বান জানাই।" উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কাবুলে মহিলা অধিকারের সমর্থনে পারিয়ানি ও ইব্রাহিমখেল রাস্তায় নেমে বহু বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে।
এইচআরডব্লিউ-এর সহযোগী নারী অধিকার পরিচালক হিদার বার বলেছেন "বুধবার রাতে গ্রেপ্তার হওয়া দুই বিক্ষোভকারীর হদিস নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। চার দিন হয়ে গেছে। এখনও তাঁরা নিখোঁজ এবং তাঁদের সম্পর্কে কোনো তথ্য নেই। তালিবানিদের পক্ষ থেকে তাঁদের অপহরণ বা আটক করার বিষয়টি অস্বীকার করা হয়েছে। পাশাপাশি দুই মহিলা কর্মীর অবস্থান সম্পর্কে তাদের কোন ধারণা আছে বা তাঁদের সনাক্তকরণের চেষ্টার কোনো পরিকল্পনা আছে বলে ইঙ্গিত দেয়নি।
অন্যদিকে, রাজধানী কাবুল এবং বামিয়ানের মধ্যপ্রদেশে কিছু সংখ্যক মহিলা অধিকার কর্মী বিক্ষোভ সমাবেশে পরিয়ানি এবং ইব্রাহিমখেলের মুক্তির আহ্বান জানিয়েছে।
এক বিক্ষোভকারী জানান, "পাঁচ দিন কেটে গেলেও যে মহিলাদের আটক করা হয়েছে তাদের অবস্থান সম্পর্কে আমরা কিছুই জানিনা। কেন সবাই নীরব... অন্তত তাদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে আমাদের জানান।"
মহিলা অধিকার কর্মী ওয়াহিদা আমিরি বলেন, "আমরা রাষ্ট্রসংঘকে আফগান মহিলাদের, বিশেষ করে মহিলা বিক্ষোভকারীদের কণ্ঠস্বর শোনার আহ্বান জানাই, কারণ প্রতিবাদ করা প্রত্যেক নাগরিকের অধিকার। প্রতিবাদকারীদের দমন করা উচিত নয়।"
যদিও, আফগানিস্তানের অন্তর্বর্তী তালিবান সরকার এই দুই কর্মীকে গ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করে বলেছে যে তারা এই মামলার তদন্ত শুরু করেছে।
উপ মুখপাত্র বিলাল করিমিকে উদ্ধৃত করে টোলো নিউজ বলেছে, "সত্য খুঁজে বের করার জন্য তদন্ত চলছে, কিন্তু আমরা তাদের সম্পর্কে কোনো সূত্র পাইনি। চেষ্টা চলছে।"
পরিয়ানি এবং ইব্রাহিমখেল নিখোঁজ হওয়ার ঘটনাটি আফগানিস্তানের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কিছু বিশিষ্ট আফগান ব্যক্তিত্ব নারী অধিকার কর্মীদের বাসস্থানে ক্র্যাকডাউনের নিন্দা করে বলেছেন, এই ধরনের কর্মকাণ্ড মানবিক মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
- with IANS inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন