পেজার হামলার পর এবার ওয়াকি-টকিতে বিস্ফোরণ লেবাননে। যার জেরে ২০ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৫০০ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনায় ইজরায়েলের সশস্ত্র সংগঠন মোসাদের হাত রয়েছে বলেই মনে করছে ইরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা।
প্রথমে পেজার হামলা তারপর ওয়াকি-টকি তে বিস্ফোরণ ঘটানো। সমস্ত ঘটনায় অভিযোগ উঠছে মোসাদের বিরুদ্ধে। হিজবুল্লা গোষ্ঠীর অভিযোগ, তাদের ব্যবহৃত সমস্ত ওয়াকি-টকিতেই বিস্ফোরণ ঘটানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওয়াকি-টকি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ২০ জন এবং আহত হয়েছেন ৪৫০ জনের বেশি মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে পেজার হামলায় প্রাণ হারান ১২ জন। আহত হয় ৪০০০ জনের বেশি। এই পেজার হচ্ছে মোবাইলের বিকল্প যন্ত্র। যার মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ করা যায়। মূলত জঙ্গিগোষ্ঠীগুলি এই পেজার ব্যবহার করে। কারণ এই পেজারের লোকেশন ট্র্যাক করা যায় না।
উল্লেখ্য, গাজা ভূখণ্ডে অশান্তি শুরু হওয়ার পর থেকেই লেবানন সীমান্তে থাকা হিজবুল্লা গোষ্ঠী এবং ইজরালের মধ্যে লড়াই বাধে। হিজবুল্লা গোষ্ঠীও ইজরায়েলে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। যদিও এখনও পর্যন্ত দু’টি হামলার বিষয়েই মুখ খোলেনি বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন