আবার কর্মী ছাঁটাই করেছে আমাজন (Amazon Inc)। মঙ্গলবার, এই রিপোর্টে মানি কন্ট্রোল জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও প্রায় ৯,০০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে আমাজন। এই কর্মীদের বেশিরভাগই AWS, PXT, Twitch এবং বিজ্ঞাপন বিভাগে কাজ করতেন।
কর্মীদের উদ্দেশ্যে এক মেমোতে সংস্থার CEO অ্যান্ডি জ্যাসি জানিয়েছেন,গত কয়েক বছরে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করেছে আমাজন। কিন্তু বর্তমানের অনিশ্চিত অর্থনীতির কারণে আপাতত খরচ এবং হেডকাউন্টে কাটছাঁট করতে হচ্ছে। আমাজনের ক্লাউড পরিষেবা, বিজ্ঞাপন এবং টুইচ ইউনিট থেকে কর্মী ছাঁটাই করা হবে।
তিনি লিখেছেন, এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমরা দীর্ঘমেয়াদে এটাই সংস্থার জন্য সেরা উপায় বলে মনে করছি।
২০২২ সালের নভেম্বরে, প্রথমে PXT- থেকে কর্মীদের স্বেচ্ছায় অবসর গ্রহণের প্রস্তাব দেন অ্যান্ডি জ্যাসি। সে সময় তিনি জানান, ২০২৩ সাল থেকে কর্মী ছাঁটাই শুরু হবে। এরপর গত জানুয়ারি মাসে, Amazon Stores এবং PXT-এ থেকে প্রায় ১৮,০০০ কর্মী ছাঁটাই করা হয়। এটিই ছিল সংস্থার ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা। আর, সেই রেশ না কাটতেই, দু-মাসের মাথায় আবার ৯,০০০ কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে আমাজন।
প্রসঙ্গত, চলতি বছরেও অর্থনৈতিক মন্দা অব্যাহত। যার জেরে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি সংস্থায় কর্মী ছাঁটাই চলছে। টুইটার (Twitter), আমাজন (Amazon), মাইক্রোসফট (Microsoft), মেটা (Meta), গুগল (Google), ইয়াহু (Yahoo), ডেল (Dell)-এর মতো কোম্পানি থেকে চাকরি হারিয়েছেন কয়েক হাজার কর্মী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন