জেল হেফাজতেই মৃত্যু হলো রাশিয়ার বিরোধী দলনেতা অ্যালেক্সেই নাভালনির। যাঁর অন্য একটি পরিচয় ছিল যে তিনি চরম পুতিন বিরোধী।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে কড়া সমালোচনা করেছিলেন অ্যালেক্সেই নাভালনি। মাত্র ৪৭ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। সূত্রের খবর আর্কটিক পেনাল কোলোনিতে মৃত্যু হয়েছে তাঁর। দীর্ঘ ১৯ বছর ধরে ওই জেলেই বন্দি ছিলেন তিনি।
প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার জেলের মধ্যেই হাঁটছিলেন নাভালনি। তখনই আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সাথে সাথেই জ্ঞান হারান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। সামনেই রাশিয়ায় নির্বাচন রয়েছে। তার আগে বিরোধী দলনেতার এইভাবে মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না পুতিন বিরোধীরা। অনেকেই ষড়যন্ত্র বলে সরব হয়েছেন।
উল্লেখ্য, পুতিনের সমালোচকরা বেশিরভাগই রাশিয়াতে থাকতে পারেন না। অন্যত্র পালিয়ে যান। কিন্তু ২০২১ সালে জানুয়ারি মাসে রশিয়া ফিরে আসেন নাভালনি। ২০২০ সালে তাঁকে বিষ দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করা হয়। কিন্তু জার্মানিতে চিকিৎসা চলার পর তিনি রাশিয়া ফেরেন। কিন্তু শাস্তি পেয়েও শেষ রক্ষা হল না নাভালনির।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন