AQI ১৯০০! বিশ্বের সবথেকে দূষিত শহর লাহোর, পরিস্থিতি সামাল দিতে ওয়ার্ক ফ্রম হোমের সিদ্ধান্ত সরকারের

People's Reporter: দূষণের মাত্রা বৃদ্ধির কারণ হিসাবে ভারতকে দায়ী করেছে পাকিস্তান। জানিয়েছে, “ভারত থেকে দূষিত বায়ু পাকিস্তানে আসার কারণে এখানের দূষণ লাফিয়ে বেড়েছে। এটি একটি স্বাভাবিক ঘটনা।“
লাহোরে বায়ুদূষণ
লাহোরে বায়ুদূষণ ছবি - সংগৃহীত
Published on

ধোঁয়ায় ঢেকেছে শহর। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহর। কথা হচ্ছে লাহোরের। তথ্য অনুযায়ী, সে রাজ্যে রবিবার বাতাসের গুণগত মান (AQI) ছিল ১৯০০। যা সর্বকালের সর্বোচ্চ। পরিস্থিতি সামাল দিতে ওয়ার্ক ফ্রম হোমের সিদ্ধান্ত নিয়েছে লাহোর প্রশাসন। স্কুল গুলোকে বন্ধ রাখা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, লাহোরে বাতাসের গুণগত মান নির্ধারিত সীমার থেকে ছ’গুণ বেশী দাঁড়িয়েছে। এই শহরে দূষণের যা মাপকাঠি তা স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতি বয়ে আনতে পারে। সেই কথা ভেবেই বাসিন্দাদের যতটা সম্ভব ঘরে থাকার নির্দেশ জারি করেছে স্থানীয় প্রশাসন। পাক পাঞ্জাবের সিনিয়র মন্ত্রী মরিয়ম ঔরঙ্গজেব জানিয়েছেন, লাহোরের বায়ু দূষণে লাগাম দেওয়ার জন্য গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যাবতীয় ৩ চাকা চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া বিস্তীর্ণ এলাকায় নির্মাণকাজও বন্ধ রাখতে বলা হয়েছে।

যদিও এই দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ার পিছনে কারণ হিসাবে ভারতকে দায়ী করেছে লাহোর। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচিব রাজা জাহাঙ্গীর আনোয়ার সংবাদ মাধ্যমে জানিয়েছেন, “ভারত থেকে দূষিত বায়ু পাকিস্তানে আসার কারণে এখানের দূষণ লাফিয়ে বেড়েছে। পরে বায়ুপ্রবাহের গতি ও দিক পরিবর্তনের কারণে লাহোরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা কাউকে দোষারোপ করছি না। এটি একটি স্বাভাবিক ঘটনা।“

সম্প্রতি পাক-পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীও দূষণ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, দূষণ রোধের জন্য ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে পদক্ষেপের অনুরোধ করবেন।

এদিকে দীপাবলি পরবর্তী দিল্লির বায়ুর গুণমান সূচক গতবারের তুলনায় ভালো। সোমবার বিকেলে দিল্লি একিউআই ছিল ২৭৬।

লাহোরে বায়ুদূষণ
Air Pollution: নয়ডার বায়ুদূষণের জন্য দায়ী পাকিস্তান! দাবি উত্তরপ্রদেশের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in