AUKUS চুক্তি বিশ্ব শান্তির পক্ষে মারাত্মক: ব্রিটেন লেবার পার্টি

প্রাক্তন লেবার নেতা জেরেমি করবিন সোমবার ট‍্যুইট করে বলেছেন, "AUKUS নতুন পরমাণু যুদ্ধাস্ত্রের দৌড় এবং ঠান্ডা লড়াইয়ের সূচনা করছে। এর বিরুদ্ধে সকলকে আওয়াজ তুলতে হবে।"
AUKUS চুক্তি বিশ্ব শান্তির পক্ষে মারাত্মক: ব্রিটেন লেবার পার্টি
ছবি সৌজন্যে ট্যুইটার
Published on

ব্রিটেনের প্রধান বিরোধী দল ব্রিটেন লেবার পার্টি একটি জরুরি প্রস্তাব পাশ করিয়েছে যেখানে বলা হয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ব্রিটেনের মধ্যে হওয়া নতুন নিরাপত্তা চুক্তি যা‌ AUKUS নামে পরিচিত, তা বিশ্ব শান্তির পক্ষে মারাত্মক পদক্ষেপ।

জিনহুয়া নিউজ এজেন্সি জানাচ্ছে সোমবার দলের বার্ষিক সম্মেলনে জরুরি প্রস্তাবটি ৭০.৩৫ শতাংশ বনাম ২৯.৬৫ শতাংশে পাশ হয়ে যায়।

প্রাক্তন লেবার নেতা জেরেমি করবিন সোমবার ট‍্যুইট করে বলেছেন, "AUKUS নতুন পরমাণু যুদ্ধাস্ত্রের দৌড় এবং ঠান্ডা লড়াইয়ের সূচনা করছে। এর বিরুদ্ধে সকলকে আওয়াজ তুলতে হবে।"

এ মাসের গোড়ায় ঘোষিত AUKUS চুক্তিটি নিয়ে উদ্বেগ ও সমালোচনার ঢেউ ছড়িয়ে পড়েছে। তিনটি দেশ ঘোষণা করেছে এই চুক্তির অধীনে প্রথম কাজ হবে অস্ট্রেলিয়াকে পারমাণবিকশক্তি সম্পন্ন ডুবোজাহাজের বহর দেওয়া।

বিশ্বের পরমাণু নজরদার IAEA (International Atomic Energy Agency) আন্তর্জাতিক উৎকন্ঠার মধ্যেই এই ত্রিপাক্ষিক চুক্তির জবাবে পরমাণু দ্রব্য ও প্রযুক্তি পাচারের আশঙ্কায় উদ্বেগ জানিয়েছে। IAEA সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে বিধি মেনে এবং তাদের সঙ্গে এককভাবে করা সুরক্ষা চুক্তি অনুযায়ী এই ব্যাপারে তিনটি দেশের সঙ্গেই আলোচনা করবে তারা।

-With IANS Inputs

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in