Bangladesh: অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রাখব – শাহের মন্তব্যের তীব্র প্রতিবাদ বাংলাদেশ সরকারের

People's Reporter: এই মন্তব্যের ব্যাখ্যা চেয়ে ঢাকায় অবস্থিত ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে চিঠি পাঠায় বাংলাদেশ সরকার। বলা হয়েছে, ভারত বাংলাদেশ নিয়ে যে ধরনের মন্তব্য করছে তা অত্যন্ত আপত্তিকর।
অমিত শাহ
অমিত শাহ ফাইল ছবি সংগৃহীত
Published on

সম্প্রতি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়খণ্ডের জনসভায় গিয়ে শাহ বলেন, “বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে উল্টো করে ঝুলিয়ে রাখব।“ অমিত শাহের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের নয়া সরকার। সূত্রের খবর, এই মন্তব্যের ব্যাখ্যা চেয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রকের তরফে ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চলতি বছরেই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন। দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই সে রাজ্যে নির্বাচনী প্রচার শুরু করেছে বিজেপি। সম্প্রতি সেরাজ্যে একটি জনসভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধীদের আক্রমণ শানিয়ে অমিত শাহ বলেন, ”ভোটব্যাঙ্ক হারানোর ভয়ে রাজ্যের জেএমএম আরজেডি ও কংগ্রেস জোট সরকার অনুপ্রবেশকে আস্কারা দিয়ে চলেছে।" এরপর জনগণের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, "যদি আপনারা ঝাড়খণ্ডে সরকার পরিবর্তন করেন তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, প্রত্যেক বাংলাদেশি, রোহিঙ্গাকে খুঁজে বের করবে বিজেপির সরকার। এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে ধরে উলটো করে ঝুলিয়ে সোজা করব।”

স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বাংলাদেশের নয়া সরকার। সূত্রের খবর, এই মন্তব্যের ব্যাখ্যা চেয়ে ঢাকায় অবস্থিত ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে চিঠি পাঠায় বাংলাদেশ সরকার। সেখানে জানানো হয়েছে, ভারত সরকারের মন্ত্রীরা বাংলাদেশকে নিয়ে যে ধরনের মন্তব্য করছেন তা অত্যন্ত আপত্তিকর। এই ধরণের মন্তব্য যাতে না করেন তাঁরা, ভারত সরকার যেন তাঁদের সতর্ক করে। পাশাপাশি আরও বলা হয়েছে, এহেন মন্তব্য দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মনোভাবকে ক্ষুণ্ন করে।

বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ নতুন নয়। বিশেষ করে বাংলাদেশ থেকে বেশি সংখ্যক অনুপ্রবেশের ঘটনা ঘটে পশ্চিমবঙ্গে। বিজেপি বারংবার বাংলার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে। তবে এই বিষয়ে বাংলাদেশ প্রকাশ্যে কখনও কোনো বিবৃতি দেয়নি।  

অমিত শাহ
জমি কেলেঙ্কারিতে বিপাকে সিদ্দারামাইয়া! রাজ্যপালের দেওয়া তদন্তের নির্দেশ বহাল কর্ণাটক হাইকোর্টে
অমিত শাহ
Kerala: গ্রেফতারির পরেই জামিনে মুক্ত, অভিনেত্রীকে ধর্ষণ মামলায় আপাতত স্বস্তিতে CPIM বিধায়ক

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in