Donald Trump: শরণার্থী তাড়াতে জরুরি অবস্থা জারি করে নামতে পারে সেনা - সম্ভাবনায় ট্রাম্পের 'হ্যাঁ'

People's Reporter: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালীন ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, আগামী দিনে আমেরিকা ইতিহাসের সবথেকে বড়ো অবৈধ অভিবাসীদের বিতাড়নের সাক্ষী থাকবে।
সদ্য নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প
সদ্য নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি- সংগৃহীত
Published on

আমেরিকা থেকে অবৈধ শরণার্থীদের বিতাড়ন করতে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এই কাজে তিনি ব্যবহার করতে পারেন সেনাবাহিনী। নিজেই এই সম্ভাবনার কথা সোশ্যাল মিডিয়ায় উসকে দিয়েছেন ট্রাম্প স্বয়ং। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালীন ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, আগামী দিনে আমেরিকা ইতিহাসের সবথেকে বড়ো অবৈধ অভিবাসীদের বিতাড়নের সাক্ষী থাকবে।

সোমবার ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ’-এ রক্ষণশীল দলের এক কর্মী লেখেন শপথ নেবার পর ডোনাল্ড ট্রাম্প জাতীয় স্তরে জরুরি অবস্থা জারি করতে পারেন এবং সেনাবাহিনীর ব্যবহার করে তিনি অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়নের পদক্ষেপ গ্রহণ করতে পারেন। যে পোস্টের গিয়ে আমেরিকার সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প লেখেন ‘ট্রু’ (TRUE!!!)।

ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পরেই গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। কারণ প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারপর্বেও বার বার অবৈধ অভিবাসীদের কথা উল্লেখ করেছিলেন এবং তাদের বিতারিত করার বিষয়ে সরব হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

এবারের নির্বাচনী প্রচারপর্বে ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, তিনি শপথগ্রহণের প্রথম দিন থেকেই অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে বিতারণ শুরু করবেন। আগামী বছরের ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার কথা ডোনাল্ড ট্রাম্পের।

ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প আগামী দিনের কাজের জন্য পছন্দের লোক বাছাই শুরু করে দিয়েছেন। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির জন্য তিনি তাঁর বিশ্বস্ত ক্রিস্টি নোয়েমকে দায়িত্ব দেবার কথা ঘোষণা করেছেন। এছাড়াও এই কাজের সঙ্গে যুক্ত করেছেন প্রাক্তন আইসিই প্রধান টম হোমানকে।

তবে এই বিষয়ে যে গুরুত্ব দিয়েই ভাবনাচিন্তা করা হচ্ছে তা নিশ্চিত করেছেন হোমান স্বয়ং। এক সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, এই সপ্তাহেই তিনি ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে গেছিলেন এবং আগামীদিনে কীভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে তার প্রাথমিক রূপরেখা তৈরি হয়েছে। এই কাজে কীভাবে ইউ এস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স (ডিওডি)-কে ব্যবহার করা হবে তা নিয়েও আলোচনা হয়েছে। এর আগে জানানো হয়েছিল, দেশে জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী নামানো হবে।

উল্লেখ্য, এর আগে প্রেসিডেন্ট থাকাকালীন তাঁর চার বছরের শাসনকালে প্রায় ১৫ লক্ষ অবৈধ অভিবাসীকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। একইভাবে জো বাইডেনের শাসনকালে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আমেরিকা থেকে ১১ লক্ষ অবৈধ অভিবাসীকে আমেরিকা থেকে বিতাড়িত করা হয়েছে।

আমেরিকান ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির তথ্য অনুসারে সে দেশে অবৈধ ভাবে বসবাস করছেন প্রায় ১ কোটি ১০ লক্ষ অভিবাসী।

সদ্য নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প
Sri Lanka : শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ‘বামপন্থী’দের
সদ্য নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প
USA: প্রতিশ্রুতি পালন! মার্কিন স্বাস্থ্যসচিব পদে 'টিকা বিরোধী' কেনেডি জুনিয়রকে নিয়োগ ট্রাম্পের
সদ্য নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প
ভারত ছাড়ার হিড়িক! শেষ ১ বছরে অবৈধভাবে আমেরিকায় ঢুকতে গিয়ে আটক ৯০,৪১৫ জন, নাগরিকত্ব ছেড়েছেন ২ লক্ষ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in