প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট দু’বছরের জন্য সাসপেন্ড করলো ফেসবুক। শুক্রবার সংস্থার পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গত জানুয়ারি মাসের ৬ তারিখে দাঙ্গা পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট দাঙ্গায় উসকানি দিয়েছিলো বলে মনে করে ওই সংস্থা।
ট্রাম্পের অ্যাকাউন্ট সাসপেনশন সম্পর্কে ফেসবুক জানিয়েছে – আমরা বিশ্বাস করি তাঁর কার্যকলাপে আমাদের নিয়মবিধি লঙ্ঘিত হয়েছে যার জন্য তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফেসবুক সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসে যে সময় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিধি ভঙ্গ করেছিলেন সেইসময় থেকেই এই সাস্পেনশনের সময় ধরা হবে। অর্থাৎ আগামী ২০২৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড থাকবে।
ট্রাম্পের অ্যাকাউন্ট সাসপেনশনই প্রথম যেখানে কোনো এক প্রাক্তন রাষ্ট্রপ্রধানের অ্যাকাউন্ট সাসপেন্ড করলো ফেসবুক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন