ব্যর্থ হলো রিপাবলিকানদের ভবিষ্যদ্বাণী। মধ্যবর্তী নির্বাচনে (Midterm Election) মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে স্বস্তি পেল ডেমোক্র্যাটরা। ফলে ক্ষমতা ধরে রাখায় কোনো সমস্য হলো না বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেনের (Joe Biden)।
মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের ক্ষমতা ধরে রাখতে বড়ো ভূমিকা পালন করেছেন ক্যাথরিন কর্টেজ মাস্টো (Catherine Cortez Masto)। তাঁর জয়ের ফলে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার জন্য প্রয়োজনীয় ৫১টি আসনের মধ্যে ৫০টা পূরণ হয়েছে। অন্যদিকে রিপাবলিকানরা পেয়েছে ৪৮টি আসন। এখন জর্জিয়ার ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে সকলে। বিশেষ কারণবশত ৬ ডিসেম্বর জানা যাবে জর্জিয়া আসনজয়ীর নাম। ডেমোক্র্যাটরা আসন জিতলে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে।
ফল ঘোষণার পর জো বাইডেন বলেন, আমেরিকাবাসী ও গণতন্ত্রের জন্য এটা খুবই ভালো দিন। আমি নিজেও বেশ খুশী হয়েছি। আগামী বেশকিছু বছরের দিকে তাকিয়ে এগিয়ে যাব।
উচ্চকক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাইডেনের পক্ষে ফলাফল থাকলেও নিম্নকক্ষ অর্থাৎ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে পাল্লা ভারী রিপাবলিকানদের। নিম্নকক্ষের ৪৩৫টি আসনের মধ্যে ৪১৪ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে ২১১টি জিতেছে রিপাবলিকানরা। ২০৩টে জিতেছে ডেমোক্র্যাটরা।
উল্লেখ্য, মধ্যবর্তী নির্বাচনের আগে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বাইডেনের কার্যকারিতার মেয়াদ ও বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দেশের মুদ্রাস্ফীতি নিয়েও বাইডেনের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। নির্বাচনের আগে তাঁরা (রিপাবলিকান) নিজেদের জয় কার্যত নিশ্চিত ভেবেই প্রচার চালিয়েছিলেন। নির্বাচনের ফল প্রকাশের পর ট্রাম্প বলেন, নির্বাচনের রেজাল্টে কিছুটা হলেও হতাশ হয়েছি। তবে আমরা যে একদম পিছিয়ে পড়েছি তা কিন্তু নয়। সেনেট আমাদের হাতছাড়া হলেও নিম্নকক্ষ আমরাই দখল করবো।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন