লকডাউন বিরোধী প্রতিবাদকারীদের সঙ্গে ডাচ পুলিশের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে আমস্টারডাম ও এন্ডোভেনের দক্ষিণ শহর। দেশে কার্ফু জারি করার ফলে একটি মৎস্যজীবীদের গ্রামের করোনা টেস্টিং সেন্টারে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনার একদিন পরেই ডাচ পুলিশের সঙ্গে এই সংঘর্ষ বাধে লকডাউন বিরোধী বিক্ষোভকারীদের।
আমস্টারডামে, নিষিদ্ধ সংগঠনের তরফে আয়োজন করা এক প্রতিবাদ বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ছোঁড়ে। ভ্যান গফ মিউজিয়ামের সামনে প্রতিবাদকারীদের দিকে জলকামান ছোড়া হয়। পাশাপাশি, এন্ডোভেনেও হাজারো বিক্ষোভাকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়া হয়।এখানেও নিষিদ্ধ সংগঠন 'পিগিডা'-র সমর্থকরা জমায়েত করেছিলেন।
এন্ডোভেন পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনায় কমপক্ষে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকী, মানুষকে সতর্ক করা হয়েছে যাতে বিক্ষোভ থেকে তারা বিরত থাকেন। এই ঘটনায় কারুর জখম হওয়ার খবর পাওয়া যায়নি। এই নিয়ে দ্বিতীয় রবিবার পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধলো আমস্টারডামের লকডাউন বিরোধী মানুষদের।
রবিবারই পুলিশের তরফে জানানো হয়েছে, দেশজুড়ে রাত ৯টা থেকে শনিবার সকাল ৪টে ৩০ মিনিট পর্যন্ত থাকা কার্ফু ভাঙার জন্য মোট ৩ হাজার ৬০০ মানুষকে জরিমানা করা হয়েছে। পুলিশ ও মিউনিসিপ্যালিটির তরফে রবিবার এক বিবৃতি জারি করে বলা হয়েছে, পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর থেকে শুরু করে বাজিও ছোঁড়া হয়। এমনকী, বেশ কিছু করোনা টেস্ট সেন্টারে আগুনও লাগিয়ে দেওয়া হয়। স্থানীয় স্বাস্থ্যকর্মীদের চড়থাপ্পড় মারার মতো ঘটনাও ঘটেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন