Earthquake: তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১,০০০ ছাড়ালো

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, আনাদোলু নিউজ এজেন্সিকে জানিয়েছেন, "দু’বার ভূমিকম্পে অন্তত ৩৫,৪১৮ জন নিহত হয়েছে এবং ১৩,২০৮ জন আহত। যারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন।"
ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়া
ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়াছবি লিসিপ্রিয়া কাঙ্গুজামের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

তুরস্ক এবং সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে মোট মৃতের সংখ্যা ৪১,০০০ ছাড়ালো। দুই দেশের সংবাদমাধ্যমের রিপোর্টে একথা জানানো হয়েছে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বিধ্বংসী ভূমিকম্পে ৪১,০০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে ১,৪১৪ জন মারা গেছে বলে জানিয়েছে সিরিয়া সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও ৪,৪০০ জনের মৃত্যু হয়েছে বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম সিরিয়ায় বলে জানিয়েছে রাষ্ট্রসংঘের হিউম্যানেটারিয়ান এজেন্সি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, আনাদোলু নিউজ এজেন্সিকে জানিয়েছেন, "দু’বার ভূমিকম্পে অন্তত ৩৫,৪১৮ জন নিহত হয়েছে এবং ১৩,২০৮ জন আহত। যারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন।"

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি) জানিয়েছে, ১৯৫,৯৬২ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ১০০টি দেশ সহায়তার প্রস্তাব দিয়েছে এবং মোট ৯,০৪৬ জন বিদেশী কর্মী ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে কাজ করছে।

- with inputs from IANS

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in