সকাল সকাল ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ। দেশের রাজধানী ঢাকা সহ সে দেশের বিভিন্ন জেলায় এই কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৫.৬।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকা সহ রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জায়গায় এই কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। এখনও পর্যন্ত হতাহত হওয়া বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গুগল ভূমিকম্প সিস্টেম দেখায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার পূর্ব–উত্তর–পূর্বে।
ভূমিকম্প অনুভূত হয়েছে কলকাতাতেও। এ ছাড়া, উত্তরবঙ্গের একাধিক জেলা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতেও ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। ভূমিকম্প অনুভূত হয়েছে ত্রিপুরা, মিজোরামের বেশ কিছু এলাকায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন