সবাই আমাদের একা ফেলে গেছে, ক্ষমতাধর দেশগুলো দূর থেকে কেবল দেখছে, আক্ষেপ ইউক্রেন প্রেসিডেন্টের

এক ভিডিও বার্তায় তিনি আক্ষেপ করে বললেন, 'সবাই আমাদের একা করে দিয়েছে। আমরা একা আমাদের দেশকে রক্ষার জন্য লড়াই করছি। গতকালের মতোই বিশ্বের ক্ষমতাধর দেশগুলো দূর থেকে কেবল সবকিছু দেখে যাচ্ছে।'
ভ্লাদিমির জেলেনস্কি , জো বাইডেন
ভ্লাদিমির জেলেনস্কি , জো বাইডেনফাইল চিত্র - সংগৃহীত
Published on

ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার জেরে আজ একা হয়ে গিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বিলাপ করে বললেন, 'সবাই আমাদের একা করে দিয়েছে। আমরা একা আমাদের দেশকে রক্ষার জন্য লড়াই করছি। গতকালের মতোই বিশ্বের ক্ষমতাধর দেশগুলো দূর থেকে কেবল সবকিছু দেখে যাচ্ছে।'

তাঁর কথায়, মস্কোর হামলায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁরা বীর যোদ্ধা। হামলায় শত শত ইউক্রেনবাসী আহত হয়েছেন। রাশিয়া হামলা চালিয়ে ঠিক করেনি। তিনি রাশিয়ার ওপর চাপ বাড়াতে আরও কড়া নিষেধাজ্ঞা আরোপ করার আর্জি জানিয়েছেন।

গতকালই ফরাসি রাষ্ট্রপতি ইমান্যুয়েল মাকরঁ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানের তীব্র নিন্দা করে বলেন, যুদ্ধ থামাতে ফ্রান্স সহযোগী দেশগুলির সঙ্গে একজোট হয়ে কাজ করবে। তিনি নিজের মতামত জানিয়ে টুইট করেন। রাশিয়ার অবিলম্বে সেনা অভিযান বন্ধ করা উচিত বলে তিনি উল্লেখ করেন।

জেলেনস্কি জানান, ওডেসা দ্বীপের সব সীমান্তরক্ষী নিহত হয়েছেন। ওই দ্বীপটি রুশ সেনাদের দখলে চলে গিয়েছে। তিনি রুশ আক্রমণ মোকাবিলায় পূর্ণ সামরিক মোতায়েন করার নির্দেশ দিয়েছেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেন, এই সৈন্য সমাবেশ ৯০ দিন স্থায়ী হবে। তার জন্য যোগ্য লোকদের প্রস্তুত করতে সেনাবাহিনীর কর্মীদের ওপর দায়িত্ব দেন। একই সঙ্গে মন্ত্রিসভাকে সৈন্য সমাবেশের অর্থ বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে।

কিয়েভের সরকারি আধিকারিকরা বাসিন্দাদের বাড়ির বাইরে না বেরোনোর আর্জি জানিয়েছেন। এদিকে, রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই ভিক্টোরোভিচ জানান, ইউক্রেন লড়াই থামালেই আলোচনায় রাজি মস্কো।

ভ্লাদিমির জেলেনস্কি , জো বাইডেন
Ukraine crisis: রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে নারাজ আমেরিকা, স্পষ্ট বার্তা হোয়াইট হাউসের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in