এফ-১৬ যুদ্ধবিমান পাকিস্তানকে দেওয়ায় আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, আমেরিকা হয়তো সকলকে বোকা ভাবছে। তাই পাকিস্তানকে অত্যাধুনিক বিমান দিয়েছে সন্ত্রাস দমনের জন্য।
ভারত-পাকিস্তানের সম্পর্ক যে ভালো নয় সেটা সকলেই জানে। ইতিমধ্যে পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধবিমান প্রদানের ঘোষণা করেছে আমেরিকা। যার বাজারদর ৪৫০ মিলিয়ন ডলার। আমেরিকার এই সিদ্ধান্তে কার্যত ক্ষুব্ধ হয়েছে ভারত। জয়শঙ্কর বলেন, পাকিস্তানকে যুদ্ধবিমান দিয়ে ভারত ও আমেরিকার পারস্পরিক সম্পর্ক খারাপ করা হল। পাক কখনই সন্ত্রাস দমনের জন্য এই বিমান ব্যবহার করবে না। আমেরিকা ঠিক কী চায় তা স্পষ্ট নয়।
এছাড়াও তিনি বলেন, যদি কেউ ভাবে এইভাবে সন্ত্রাস দমন সম্ভব তাহলে হয় সে বোকা না হয় অন্যেরা বোকা। এটা নিয়ে সমালোচনা হতেই পারে।
উল্লেখ্য, সেপ্টেম্বরের শুরুতেই মার্কিন কংগ্রেসে বাইডেন প্রশাসন সিদ্ধান্ত নেয় পাকিস্তানকে যুদ্ধবিমান প্রদানের। মার্কিন প্রশাসন সূত্রে খবর, ভারতের প্রতিবেশী দেশকে সন্ত্রাস দমনের জন্য দিলেও অন্যান্য ক্ষেত্রেও তা ব্যবহৃত হয়েছে। এমনটাই দাবি করেছে ভারত।
পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও মুখ খোলেন মন্ত্রী। তিনি বলেন, আমরা যুদ্ধের পক্ষে নই। আমরা মনে করি কূটনৈতিক আলোচনার মধ্যে সমস্ত বিষয়টা মিটিয়ে নেওয়া উচিত। গোটা বিশ্বে শান্তি বজায় রাখার জন্য ভারত সর্বদা আগ্রহী। এবিষয়ে কোনও সন্দেহ নেই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন