রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ সহ বেশ কয়েকজন ফরাসি রাজনীতিবিদ টোটালএনার্জিস বিক্ষোভকারীদের এবং কোম্পানির মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছেন। কারণ এই ধর্মঘটের কারণে জ্বালানি-সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে।
সংবাদসংস্থা জিংহুয়া জানিয়েছে, জ্বালানি সংকটের আশঙ্কায় ইতিমধ্যেই দেশে বেশ কয়েকটি টোটাল সার্ভিস স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। ধর্মঘটের ফলে জ্বালানি সরবরাহ কমে যাওয়ার কারণে পরিষেবা স্টেশনগুলিতে পেট্রোল বা ডিজেলের স্টক নেই৷
শুক্রবার প্রাগে ইউরোপীয় শীর্ষ সম্মেলনের এক সাংবাদিক সম্মেলনে, ম্যাক্রোঁ টোটালএনার্জির কর্মীদের প্রতিও আহ্বান জানান যারা এখনও "দায়িত্বের" জন্য সরাসরি ধর্মঘটের সঙ্গে যুক্ত আছেন।
প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন শুক্রবার ধর্মঘটীদের উদ্দেশ্যে বলেন, "আমি সত্যিই এই সংস্থাগুলির ব্যবস্থাপনা এবং কর্মচারী প্রতিনিধিদের দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যাতে এই মজুরি সংক্রান্ত আলোচনাটি সফল হয় এবং ফ্রান্সকে শাস্তি না দেয়।"
পরিবহন মন্ত্রীর প্রতিনিধি ক্লিমেন্ট বিউন ফরাসি নিউজ চ্যানেল এলসিআইকে জানিয়েছেন, আগামী দিনে বর্তমান সমস্যাটি যাতে সমাধান করা যায় তারজন্য সরকার "সবকিছু" করছে।
তিনি আরও বলেন, সরকারও টোটালএনার্জির সাথে যোগাযোগ রক্ষা করে চলছে যাতে এই সমস্যাটির দ্রুত সমাধান করা যায়।
বিউন বলেন, "যারা একটু অপেক্ষা করতে পারেন, তাঁরা গ্যাস স্টেশনে ছুটে যাবেন না, কারণ এর ফলে এই সমস্যা আরও গুরুতর আকার ধারণ করবে।"
শুক্রবার ফ্রান্সইনফো রেডিওর সাথে কথা বলার সময়, ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগের জন্য মন্ত্রী প্রতিনিধি অলিভিয়া গ্রেগোয়ার মজুরি বৃদ্ধির জন্য ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকদের দাবি বিবেচনা করার জন্য সংস্থাগুলির কাছে আহ্বান জানিয়েছেন।
গত ২৭ সেপ্টেম্বর এই ধর্মঘট শুরু হয়। এর পরের দিন নরম্যান্ডি অঞ্চলে দেশের বৃহত্তম শোধনাগার ধর্মঘটের ফলে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়।
জেনারেল কনফেডারেশন অফ লেবার ২০২২-এর জন্য ১০-শতাংশ মজুরি বৃদ্ধি, আরও কর্মসংস্থানের সুযোগ এবং ফ্রান্সে একটি বৃহৎ বিনিয়োগ পরিকল্পনা দাবি করেছে৷
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন