প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেল ইতালি। দক্ষিণপন্থী নেত্রী জর্জিয়া মেলোনি সেই পদে দায়িত্ব নিলেন। বিশেষজ্ঞদের মতে ফের ইটালিতে বেনিটো মুসোলিনির স্মৃতি ফিরতে পারে।
ইতালির বুথ ফেরত সমীক্ষাই সত্যি হয়েছে। দুই কক্ষেই বিপুল ভোটে জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণপন্থী জোট। জয়ের পর শনিবার ৬৮তম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন জর্জিয়া মেলোনি। শপথ নেওয়ার সময় মেলোনি বলেন, আমরা কৃতজ্ঞ ইতালির জনগণের কাছে। তাঁরা আমাদেরকে সরকারের আসার সুযোগ করে দিয়েছেন। আমরা কখনোই ইটালির মানুষদের ঠকাবো না।
জর্জিয়া মেলোনির ব্রাদার্স অফ ইতালি, নিম্নকক্ষ চেম্বার্স অফ ডেপুটির ৪০০টি আসনের মধ্যে জেতে ১১৯টি আসন। মাত্তিও সালভিনির লিগ পেয়েছে ৬৬টি আসন আর সিলিভিও বার্লুস্কোনির ফোরজা ইটালিয়া পেয়ছে ৪৫টি আসন। সব মিলিয়ে দক্ষিণপন্থী জোট পেয়েছে মোট ২৩৭টি আসন। মধ্য-বামপন্থী জোট পেয়েছে মাত্র ৮৫টি আসন।
চেম্বার্স অফ ডেপুটিতে দক্ষিণপন্থী জোট ভোট পেয়েছে ৪৩.৭৯ শতাংশ। মধ্য-বামপন্থী জোট সংগ্রহ করতে পেরেছে ২৬.১৩ শতাংশ ভোট। এছাড়া ফাইভ স্টার মুভমেন্ট পেয়েছে ১৫.৪৩ শতাংশ ভোট। আসন সংখ্যা ৫২।
উচ্চকক্ষ সেনেট অফ রিপাবলিকে দক্ষিণপন্থী জোট পেয়েছে ১১৫টি আসন। ৪৪টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে মধ্য-বামপন্থী জোট। ৪৪.০২ শতাংশ ভোট পেয়েছে জর্জিয়া মেলোনিদের দক্ষিণপন্থী দলগুলি। মধ্য-বামপন্থী জোট পেয়েছে ২৫.৯৯ শতাংশ ভোট।
উল্লেখ্য, জোট সরকারের সমর্থন হারাতেই পদত্যাগ করেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। যার জেরেই নির্বাচন করতে হয়। আর বিপুল জয়ের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইতালিতে দক্ষিণপন্থী জোট সরকার গড়লো।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন