কানাডায় ‘ঘৃণা-বিদ্বেষ’ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিরোধী কার্যকলাপ। এ অবস্থায়, কানাডায় থাকা ভারতীয় পড়ুয়া ও পর্যটকদের ‘সতর্ক থাকার’ আর্জি জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক।
শুক্রবার, এক প্রেস বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘এই ঘটনাগুলির বিষয়ে কানাডার সরকারকে, ভারতীয় বিদেশ মন্ত্রক এবং কানাডার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং তদন্ত ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।’
তবে, ‘এখনও পর্যন্ত কানাডায় কোনও অপরাধীদের বিচারের মুখোমুখি করা হয়নি’ বলেও জানিয়েছে বিদেশ মন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ধরণের ঘটনা ক্রমে বাড়তে থাকার জেরে কানাডায় অবস্থানরত ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের এবং যাঁরা ভ্রমণ বা শিক্ষার জন্য কানডা যাচ্ছেন তাঁদের পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করতে এবং সজাগ থাকতে বলা হচ্ছে।’
একইসঙ্গে, বিবৃতিতে বলা হয়েছে, ‘কানাডায় থাকা ভারতীয় শিক্ষার্থীরা madad.gov.in ওয়েবসাইটের মাধ্যমে বা ওট্টাওয়া, টরোন্টো বা ভ্যাঙ্কুভারের ভারতীয় দূতাবাসে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। কোনও জরুরি অবস্থায় কানাডায় অবস্থানরত ভারতীয় নাগরিকদের সঙ্গে এটি আরও ভালভাবে সংযোগ রাখতে সাহায্য করবে।
এর আগে বৃহস্পতিবার, কানাডায় ‘খালিস্তান গণভোট’ আয়োজন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। মন্ত্রক সাফ বলেছে, ‘একটি মিত্র দেশে যেভাবে চরমপন্থীদের এমন একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কার্যকলাপ করতে দেওয়া হয়েছে, তা অত্যন্ত আপত্তিজনক।’
বর্তমানে, কানাডায় ভারতীয় বংশোদ্ভূত এবং অনাবাসী ভারতীয়দের সংখ্যা ১.৬ মিলিয়ন। এটি কানাডার মোট জনসংখ্যার ৩ শতাংশেরও বেশি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন