London: ন্যায্য বেতন বৃদ্ধির দাবি, শুক্রবার থেকে ধর্মঘটের পথে বিমান কর্মীরা!

রিপোর্টে বলা হয়েছে, হিথ্রো বিমানবন্দরের ২, ৩ ও ৪ নং টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলার হিসাবে কাজ করেন ৪০০-র অধিক কর্মী। নিজেদের অধিকারের আদাইয়ের দাবিতে সকলেই ধর্মঘটে নামছেন।
London: ন্যায্য বেতন বৃদ্ধির দাবি, শুক্রবার থেকে ধর্মঘটের পথে বিমান কর্মীরা!
Published on

বেতন বৃদ্ধির দাবিতে শুক্রবার ধর্মঘটে (Strike) নামছেন হিথ্রো (Heathrow Airport) বিমানবন্দরে কর্মীরা। সূত্রের খবর, এখানেই শেষ নয়। ক্রিসমাস ও নববর্ষের পর আবার তাঁরা ধর্মঘটে নামবেন বলে দিনক্ষণও ঘোষণা করেছেন বিমান কর্মী ইউনিয়ন নেতারা।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, শুক্রবার ভোর ৪ থেকে ধর্মঘট শুরু হবে। এটি চলবে আগামী ৭২ ঘন্টা। এরপর, ২৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি, আরও ৭২ ঘন্টার ধর্মঘটের পরিকল্পনা নিয়েছে বিমান কর্মীদের ইউনিয়ন- ‘ইউনাইট’।

রিপোর্টে বলা হয়েছে, হিথ্রো বিমানবন্দরের ২, ৩ ও ৪ নং টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলার হিসাবে কাজ করেন ৪০০-র অধিক কর্মী। নিজেদের অধিকারের আদাইয়ের দাবিতে সকলেই ধর্মঘটে নামছেন। জানা যাচ্ছে, ক্রিসমাস-পরবর্তী পরিকল্পিত ধর্মঘটে যোগ দেবেন স্টপেজ বর্ডার ফোর্সের কর্মীরা।

ইউনাইট-এর জেনারেল সেক্রেটারি শ্যারন গ্রাহাম (Sharon Graham) বলেন, ‘এটি একটি অনন্য কেস, যেখানে কর্মীদের বেতন বৃদ্ধির ন্যায্য দাবি মানার (সম্পূর্ণ) সামর্থ্য থাকা সত্ত্বেও; উত্তর হিসেবে ‘না’ বেছে নিয়েছেন নিয়োগকর্তা।’

তিনি দাবি করেন, ‘অজুহাত দেখানো বন্ধ করতে হবে জন মেনজিস (John Menzies) কোম্পানিকে। এবং আমাদের সদস্যদের প্রত্যাশা পূরণ করে, এমন একটি বেতনের অফার করতে হবে।’

অন্যদিকে, হিথ্রোর বিমানবন্দরের এক মুখপাত্র বলেন, '১৬ থেকে ১৮ ডিসেম্বর, Menzies-র সহকর্মীরা যে পদক্ষেপ নিচ্ছেন, তা সম্পর্কে আমরা অবগত এবং সচেতন।'

তিনি জানান, 'আমরা বিমানবন্দরের অংশীদারদের জানিয়েছি। এ সময় বিমান চালানোর জন্য কিছু সমস্যা হতে পারে। তবে, আমরা তাদেরকে (আন্দোলনকারীদের) সমর্থন করছি।'

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in